
Advertisements
বিড়াল (Cat) ভালোবাসেন অনেক মানুষ। প্রচুর বাড়িতে বিড়াল পোষেন। তবে জানেন কি এই বিড়াল রাস্তা পারাপার হলে আপনি দাঁড়িয়ে যান কেন? এর পিছনে কিন্তু বেশ কিছু কারণ আছে। আজ সেই কারণ গুলি নিয়েই আপনাদের এই প্রতিবেদনে জানাবো। প্রায়ই দেখা যায় চলতি পথে বা রাস্তায় বিড়াল পথ কাটলে মানুষ থেমে যায়। ফলে পথ পরিবর্তন করে নেন। এর পেছনের প্রচলিত একটি কারণ হল মানুষ বিড়ালের পথ কাটাকে অশুভ মনে করে।
- ১) বৈদিক জ্যোতিষ অনুসারে বিড়াল হল রাহুর বাহন। এই কারণেই বিড়াল পথ কাটলে তা অশুভ বলে মনে করা হয়। তাই পথ কাটলে দাঁড়িয়ে যেতে চান সকলে।
- ২) বিড়াল খুবই ছোট প্রাণী। শুধু এদিক ওদিক দৌড়ে বেড়ায়। তাই যদি রাস্তার মাঝে হঠাৎ চলে আসে তাই বিড়াল দেখলেই দাঁড়িয়ে যেতে ইচ্ছা করে।
- ৩) বিড়াল ইঁদুর-সহ অনেক পোকামাকড় খায়। যার কারণে তার বাড়িতে এসে এখানে ঘোরাফেরা করে। সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। তাই মানুষ বিড়াল থেকে দূরত্ব বজায় রাখতে পছন্দ করে।
- ৪) প্লেগ মহামারী এড়াতে একটা সময় বিড়াল রাস্তা পার হওয়ার সময় চলাচল বন্ধ করার নিয়ম চালু হয়েছিল। বিড়াল ইঁদুর খায় এবং ইঁদুরের মাধ্যমে প্লেগ রোগ ছড়ায়। এমন পরিস্থিতিতে যেখানে বিড়াল থাকবে সেখানে প্লেগ ছড়ানোর আশঙ্কা থেকেই বলা হয়েছিল যে যেখান থেকে বিড়াল পারাপার হবে সেখানে দাঁড়িয়ে যেতে। তার কিছু সময় পরে আবার চলাচল শুরু করতে।
- ৫) আগেকার দিনে গরুর গাড়ি নিয়ে চলাচল করা হতো। আর এই গরুর গাড়ি নিয়ে চলাচলের সময় বিড়াল দেখলে গরুগুলি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো। সেই কারণে বিড়ালকে দেখলেই গরুদের দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হতো।