
দূরপাল্লার ট্রেনে যাওয়ার স্বপ্ন সব মানুষেরই থাকে। রাতের ট্রেনের জার্নি খুবই আনন্দের। সবাই দল বেঁধে এই যাত্রা উপভোগ করতে চান। অনেক সময় লক্ষ করেছেন হয়তো, দিনের তুলনায় রাতে ট্রেনের গতিবেগ অনেকটাই বেশি থাকে। তবে জানেন কি এর কারণ কি? অনেকেই হয়তো ভাবেন, রাতে ট্রেনের স্পিড (Speed) এত বেড়ে যায় কেন! কিন্তু কারণটা হয়তো অনেকেরই অজানা।
আমরা ট্রেনে (Train) অনেকেই যাতায়াত করি। তবে সাধারণ জিনিস অনেকেই বুঝতে পারেন না। দিনের তুলনায় রাতে দূরপাল্লার ট্রেনের গতি সত্যিই বেশি থাকে। আর এর পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, রাতে রেলওয়ে ট্র্যাকে মানুষ ও পশুর বিচরণ থাকে না। ফলে তখন ট্রেন দিনের তুলনায় বেশি গতিতে চলে। দিনের বেলা ট্রেনের ট্রাকে বেশ লোকজন চলাচল করে।
দ্বিতীয়ত, রাতের বেলা রেলওয়ে ট্র্যাকে কোনওরকম মেইনটেনেন্স ওয়ার্ক হয় না। ফলে ট্রেনের গতি বাড়লেও সমস্যা নেই। দিনের বেলা দেখবেন রেলের ট্র্যাকে বেশ লোকজন কাজ করে থাকেন। কিন্তু রাতের অন্ধকারে এই কাজ করা হয় না। যার ফলে অনায়েসেই ট্রেন চলাচলে গতি বাড়তে পারে। তৃতীয় কারণ হিসাবে বলা যায়, লোকো পাইলট অনেকটা দূর থেকেই সিগন্যাল দেখতে পান।
দিনের বেলা কড়া সূর্যের আলোতে সিগন্যাল দেখতে খানিক সমস্যা হয়। কাছাকাছি আসলে তখন সিগন্যাল দেখলে বোঝা যায়। তবে রাতের বেলা এই সিগন্যাল খুবই দূর থেকে দেখা যায়। তাই ট্রেনের গতি কোনোভাবেই কমানোর দরকার পরে না। এবার থেকে যখন যাবেন ট্রেনে নিশ্চয়ই গতি বাড়ালে ভাববেন এই কারণগুলি সম্পর্কে।