Offbeat

Knowledge Story : চন্দন গাছেই কেন বেশি থাকে সাপ? ৯৯% মানুষই জানেন না! আপনি কি জানেন?

সাপ দেখলেই ভয়ে আঁতকে ওঠেন সাধারণ মানুষ। সরীসৃপ প্রজাতির মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ। যদিও সাপ দেখতে কিন্তু ভীষণ সুন্দর। তবে ভয়ঙ্করও বটে। আর সে কারণেই তো সাপ দেখলেই 10 পা পেছনে চলে যাই আমরা। তবে জানেন কী কেন চন্দন গাছে বেশি থাকে সাপ? কেন এই গাছ এত পছন্দ সাপেদের? সেটাই জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে।

আমাদের চারিপাশে রয়েছে নানান ধরনের সাপ। যদিও বেশিরভাগ সাপ পাহাড়ি এলাকার। এমন বেশ কিছু সাপ রয়েছে যেগুলি জলে থাকতে ভালোবাসে। অনেক সাপ আবার থাকে মাটির তলায় গর্ত করে। সাপ সম্পর্কে অনেকের মনে রয়েছে নানান ধরনের ভুল ধারণা। আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে সেই ধারণা গুলি অনেকটাই মিটে যেতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সাপ সম্পর্কে খুঁটিনাটি।

মাটির তলায় কীভাবে গর্ত করে সাপ?

উত্তর : বেশিরভাগ সময় দেখা যায় মাটির তলা থেকে বেরিয়ে আসছে সাপ। আর তাই কমবেশি আমরা সকলেই মনে করি যে সাপ হয়তো নিজের গর্ত নিজেই করে। যদিও এই ধারণা মোটেই সঠিক নয়। ইঁদুর খুঁজতে খুঁজতে গর্তে ঢুকে পড়ে সাপ। এরপর ইঁদুরকে প্রাণে মেরে সেই ঘর দখল করে তারা।

কান না থাকলেও কীভাবে শব্দ শুনতে পায় সাপ?

উত্তর : সাপেদের কান নেই একথা আমরা কমবেশি সকলেই জানি। তবে তাদের চোয়ালের নিচে রয়েছে এক ধরনের বিশেষ হাড়। যেটিকে বলা হয় কো-অর্ডিনেট। এই হাড়ের সাহায্যেই শব্দ শুনতে পায় সাপ।

কেন খোলস পরিবর্তন করে?

উত্তর : খুব অল্প সময়ের মধ্যেই লম্বায় অনেকটা বেড়ে যায় সাপ। তবে তাদের দৈহিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে খোলস। আর সে কারণেই বাধ্য হয়ে এই খোলস ত্যাগ করতে হয় তাদের।

কেন চন্দন গাছে বেশি দেখা যায় সাপ?

উত্তর : আসলে এই সরীসৃপ শীতল প্রাণী। তাই এরা ঠান্ডা জায়গায় থাকতেই বেশি ভালোবাসে। চন্দন গাছ যে মাটিতে লাগানো হয় সেই মাটি অত্যন্ত শীতল হওয়ার কারণেই সেখানে থাকতে ভালোবাসে সাপ।