Unknown Facts : বড় বড় হোটেলে ১৩ তলা অথবা ১৩ নম্বর ঘর থেকে না কেন? ৯৯% মানুষই জানেন না!

১৩ তলা বা ১৩ নম্বর ঘর কেন থাকেনা তা জানেন কি? আনলাকি ১৩ কথাটি আশাকরি সকলেই শুনেছেন। এটাই এমন একটি সংখ্যা যা নিয়ে বেশি চর্চা হয়। অনেকেই এই সংখ্যাকে অশুভ বলে মনে করেন। এমনকি ১৩ সংখ্যাটিকে অনেকেই দুর্ভাগ্যের প্রতীক বলে মনে করেন। আর তাইতো এই তারিখে কেউ কোনো শুভ কাজ করতে চাননা। এই সংখ্যাটি নিয়ে মানুষের মনে এতটাই কুসংস্কার যে মানুষজন ঘুরতে গিয়েও ১৩ নম্বর ঘরে থাকতে চায়না।
তবে, এখানেই কিন্তু বিষয়টি শেষ নয়। ১৩ সংখ্যাটিকে মানুষজন এতটাই আনলাকি বলে মনে করেন যে, অনেকসময় দেখা যায় যে, হোটেলের রুমে ১৩ নং রুমটি পর্যন্ত থাকেনা। আবার অনেকসময় দেখা যায় যে, হোটেলে ১৩ তলাই থাকেনা। আর সেই কারণেই ১২ তলার পর হোটেলের লিফটে ১৪ তলায় যাওয়ার বোতাম টিপতে হয়। কিন্তু কেন এটি হয়ে চলেছে তা জানেন কি?
১৩ সংখ্যাটিকে নিয়ে মানুষের কেন এত ভয় তা কিন্তু অনেকের কাছেই অজানা। আজকের এই প্রতিবেদনে আমরা সেই বিষয়েই বিস্তারিত আলোচনা করবো। বিশেষজ্ঞদের মতে এই ভয়কে বলা হয় ট্রিস্কাইডেকাফোবিয়া (Triskaidekaphobia)। এক্ষেত্রে মানুষজন ১৩ সংখ্যাটিকে ভয় পায়। মূলত ১৩ সংখ্যাটি নিয়ে নানান রকমের দৃষ্টিভঙ্গি তৈরি করে। আজ যেগুলি অধিকাংশ ক্ষেত্রে নেতিবাচক হয়।
এই ১৩ সংখ্যাটিকে গোটা বিশ্বে বিশেষ করে পশ্চিমী বিশ্বে অশুভ বলে মনে করা হয়। আবার অনেকেই মনে করেন যে, এই ১৩ সংখ্যাটি হল যত নষ্টের মূল কারণ। এর সঙ্গে অনেকেই আবার ভূত-প্রেতের সম্পর্ক আছে বলে মনে করেন। তবে, এক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে, ট্রিস্কাইডেকাফোবিয়া আসলে কি? আসলে এটি একটি রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তির ১৩ সংখ্যাটিকে দেখলেই ভয় পায়। এমনকি উদ্বেগ বাড়তে থাকে। তাহলে বুঝতে পারলেন কেন ১৩ সংখ্যাটিকে আনলকি বলে ধরা হয়।