×
Offbeat

লেপ তৈরিতে লাল কাপড় কেন ব্যাবহৃত হয়? 99% মানুষ জানেন না

শীতকাল এসে গেছে মানেই শীতের জামাকাপড়ের ভরপুর প্রয়োগ শুরু হবে। তাই শীত মানেই যে লেপের ব্যবহার তা বলার অপেক্ষা রাখে না। হাত ও পা লেপের তলায় না ঢুকলে ঠান্ডা হয় না। তাই লেপ কিন্তু অবশ্যই দরকারি। এখন দেখা যাবে বিভিন্ন জায়গায় লেপ তৈরী করতে ব্যস্ত বিভিন্ন মানুষ। দেখেছেন নিশ্চয়ই লেপ তৈরী করা হয় শুধুমাত্র লাল রঙের কাপড় দিয়ে।

লেপ তৈরিতে লাল কাপড় কেন ব্যাবহৃত হয়? 99% মানুষ জানেন না -

জানেন এর পিছনের বিশেষ কারণ কি? সবার বাড়িতে লেপ থাকলেও এই বিশেষ কারণ জানার আগ্রহ দেখাননি কেউই। তাহলে চলুন এই প্রতিবেদনে আপনাদের দুর্দান্ত এই তথ্য জানিয়ে দিচ্ছি। লেপ তৈরীর শিল্প সর্বপ্রথম তৈরি হয় মুর্শিদাবাদে। সেখানকার বিখ্যাত নবাব ছিলেন মুর্শিদকুলি খাঁ। লম্বা আঁশের কার্পাস তুলা বীজ থেকে ছাড়িয়ে শুকিয়ে ভরা হতো নরম সিল্ক এবং মখমলের কাপড়ের মাঝখানে।

লেপ তৈরিতে লাল কাপড় কেন ব্যাবহৃত হয়? 99% মানুষ জানেন না -

এই বিশেষ পদ্ধতিতে বানানো হতো লেপ। মুর্শিদকুলি খাঁ প্রথমে মখমল কাপড় ব্যবহার করেছিলেন। তবে পরে তার জামাতা সুজাউদ্দিন লেপে মখমলের পরিবর্তে সিল্কের কাপড় ব্যবহার শুরু করেন। যদিও সেই কাপড় ছিল লাল রঙের। তবে এখন কিন্তু লাল রঙের সুতির কাপড় ব্যবহার করা হয়। ওপার বাংলা অর্থাৎ ঢাকার লেপ ব্যবসায়ীদেরও একই মতামত।

লেপ তৈরিতে লাল কাপড় কেন ব্যাবহৃত হয়? 99% মানুষ জানেন না -

নবাবদের ঐতিহ্যকে বজায় রেখেই এখন বছরের পর বছর লেপ তৈরীতে লাল রং ব্যবহার করা হয়। লেপ সরাসরি সাবান ও জল দিয়ে কিন্তু ধোয়া যায় না। তবুও এই কাপড় নোংরা হয় খুব কম। এবার নিশ্চয়ই জানলেন লেপ তৈরী করতে কেন শুধুমাত্র লাল রঙের কাপড় ব্যবহার করা হয়।