‘পটল তোলা’ মানে মৃত্যু বোঝায় কেন! ৯৯% মানুষ বলতে পারে না, আপনি জানেন?

সবুজ সবজি হিসেবে পটলের ভূমিকা অনেক। প্রায় সারা বছর বাজারে এই সবজি পাওয়া যায়। হজমের উন্নতি ঘটায় পটল। এই সবুজ রঙের সবজিটিতে ভালো পরিমাণে ফাইবার থাকে যা খাদ্য হজমে সাহায্য করে। এছাড়াও এটি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা সমাধানে এবং লিভারের সাথে সম্পর্কিত সমস্যা সমাধানেও সাহায্য করে।
এত ধরণের গুনাগুন থাকলেও পটলের সাথে কেন মৃত্যু সংবাদ জুড়ে দেওয়া হয়েছে সেই প্রশ্ন আমাদের কাছে অধরাই রয়ে গেছে। ‘পটল খাওয়া’ আর ‘পটল তোলা’ র মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। যে কোনো ব্যক্তিকে পটল তোলার কথা বললে সে খুবই বিকৃত ভাবে কথাটা গ্রহণ করেন, কিন্তু কেন?
পটল তোলার আক্ষরিক অর্থ হলো ‘মারা যাওয়া’। মারা যাওয়ার সময় প্রতিটি মানুষের চোখ উপরের দিকে উল্টে যায়। যেহেতু চোখের আরেকটি নাম ‘অক্ষিপটল’ তাই এই ক্ষেত্রে সবাই হয়তো বলেন পটল তুলেছেন। অর্থাৎ বলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে চোখ উপরের দিকে উঠেছে তার মানেই সে পটল তুলেছেন।
যদি একসাথে গাছের সমস্ত পটল তুলে নেওয়া হয় তবে সে গাছটি মারা যায়। এই কারণেই হয়তো এই বাগধারার সৃষ্টি। আবার অনেকেই জানেন কেউ মারা গেলে তার পরিধেয় বস্ত্র বা পট তুলে রাখা হয়। সেই ‘পট তোলা’ পদ্ধতি মানুষের মুখে মুখে পাল্টে ‘পটল তোলা’ হয়ে উঠেছে। যে কারণে এই পটল তোলা শব্দের সাথে মনে করা হয় মৃত্যু সংবাদ। কি জানলেন তো অজানা ও সম্পূর্ণ নতুন এই তথ্যটা। এইরকমই দুর্দান্ত অজানা জিনিস জানতে আমাদের প্রতিবেদন লক্ষ্য রাখুন।