সরকারি প্রতিষ্ঠানে কেন কালো বা নীল কালিই ব্যবহার করা হয়? কারণ জানলে অবাক হবেন আপনিও

আমাদের চারপাশে প্রতিদিন হাজার হাজার ঘটনা ঘটে। যার সবকিছু নিয়ে আমরা মাথা ঘামাই না। তবে, তারই মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো না জানলে অনেক কিছু জানার মাঝেও দরকারী কিছু জিনিস যেন অজানা থেকে যায়। আর তারমধ্যেই একটি হল নীল ও কালো কালির ব্যবহার। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না তবে যদি খেয়াল করে থাকেন তাহলে দেখতে পাবেন যে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান গুলিতে নীল অথবা কালো কালি ব্যবহার করা হয়।
কিন্তু কেন এই নীল অথবা কালো কালিই ব্যবহার করা হয় তা জানা আছে কি? নেই নিশ্চই? আচ্ছা, কেন শুধুই নীল বা কালো কালি ব্যবহার করা হয় অন্য কালি ব্যবহার করা হয়না সেই প্রশ্ন কি কারোর মনে কখনও জেগেছে? যদি জেগে থাকে তাহলে বলবো আজকের এই প্রতিবেদনটি আপনার জন্যই। চলুন তবে জেনে নেওয়া যাক এই নীল-কালো কালি ব্যবহারের রহস্য।
- ভালোভাবে ফুটে ওঠা: আমরা বেশিরভাগ সময়ই লেখার জন্য সাদা রঙের কাগজ ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে সাদা কাগজের উপর নীল ও কালো রং বেশ ফুটে ওঠে।
- জেরক্স করতে সুবিধ: যদি নীল অথবা কালো কালি দিয়ে লেখা হয় তাহলে জেরক্স কপিতেও একইরকম লেখা আসবে। আর তাতে অনেক সুবিধা হয়।
তবে, শিক্ষার্থীরা নীল অথবা কালো রং দিয়ে লিখলেও শিক্ষকেরা কিন্তু লাল কালি ব্যবহার করেন। আর তার কারণ হল শিক্ষকেরাও একই কালি ব্যবহার করলে আলাদা করে কিছু বোঝা যাবেনা। এছাড়াও লাল কালি দিয়ে লেখা জিনিসের আলাদা করে গুরুত্ব বোঝা যাবে। তাহলে জেনে গেলেন এবার নীল ও কালো রঙের ব্যবহার।