×
Offbeat

রাস্তার ধারে গাছে সাদা রঙ কেন করা হয়? ৯৯ শতাংশ মানুষ জানে না

রাস্তার পাশের গাছের কান্ড গুলিতে সাদা রং করা থাকে। কিন্তু কেন করা হয় এই রং জানেন? এর পিছনে অনেক ধরণের কারণ আছে

আমাদের নিত্য দিনের সাথে জড়িয়ে থাকা অনেক জিনিষই কিন্তু থাকে অজানা। এই যেমন হাইওয়ের পাশে থাকে সারি সারি গাছ। এখন যদিও অনেক জায়গাতেই এই গাছ কেটে ফেলা হচ্ছে। তবে আপনারা অনেকেই দেখেছেন হাইওয়ে কিংবা বড়ো রাস্তার পাশের গাছের কান্ড গুলিতে সাদা রং করা থাকে। কিন্তু কেন করা হয় এই রং জানেন? এর পিছনে অনেক ধরণের কারণ আছে। তবে শুধু তাই নয় বৈজ্ঞানিক ভাবেও ব্যাখ্যা আছে এই কারণের। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই কারণগুলি-

রাস্তার ধারে গাছে সাদা রঙ কেন করা হয়? ৯৯ শতাংশ মানুষ জানে না -

১) গাছ গুলিতে চুন ব্যবহার করে রং করা হয়। চুন দিয়ে রং করলে পরে তা গাছের মধ্যে দিয়ে মাটির স্তর পর্যন্ত পৌঁছে যেতে পারে। এর ফলে চুন পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করে। শুধু তাই নয় গাছের বয়স বৃদ্ধিতেও সাহায্য করে চুন।

রাস্তার ধারে গাছে সাদা রঙ কেন করা হয়? ৯৯ শতাংশ মানুষ জানে না -

২) বহু জায়গায় দেখা গেছে সম্পূর্ণ গাছের কান্ড কেটে ফেলে দিয়ে শুধুমাত্র নিচের রং করা সাদা অংশটি রেখে দেওয়া হয়। কর্নেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলেছেন গাছের উপর ব্যবহৃত এই রং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে নতুন ফলিকলকে রক্ষা করে। তবে চুন রং থাকলে গাছের নতুন অঙ্কুর ক্ষতির ঝুঁকির পরিমান অনেকটাই কমে যায়।

রাস্তার ধারে গাছে সাদা রঙ কেন করা হয়? ৯৯ শতাংশ মানুষ জানে না -

৩) সাদা রং করা থাকলে রাতের অন্ধকারেও গাছের উপরে আলো পড়লে রাস্তার ধারণা পাওয়া যায়। অচেনা জায়গায় আসলে এই গাছের লাইন ধরে যে কোনো ব্যক্তি চলাচল করতে পারবে। রাতের অন্ধকারে গাড়ি চালকদের জন্য বিশেষভাবে কার্যকরী গাছের এই সাদা চুন রং।

উল্লেখ্য বিখ্যাত কর্নেল ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন, গাছ পেন্টিং করার জন্য তেল ব্যবহার করা একদম উচিত নয়। কারন তেল ব্যাবহার করলে গাছের বৃদ্ধির ক্ষেত্রে খারাপ প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে চুন ব্যবহার করলে চুনের মধ্যে বেশি পরিমান জল মিশিয়ে গাছের উপর প্রয়োগ করতে হবে। চুন বেশি হলে কিন্তু গাছের জন্য খুবই ক্ষতিকর।