
সন্ধ্যার সময় সারাদিনের ধকল শেষে বেশ মনের সুখে ধীরে সুস্থে সাইকেল বা বাইক চালিয়ে বাড়ির দিকে ফিরছেন। ঠিক সেই মুহূর্তেই অন্য একটি পাড়ার কুকুর আপনাকে তাড়া করলো। ব্যাস, সব ভুলে কার্যত সাইকেল নিয়ে আপনি যত তাড়াতাড়ি পালাতে পারেন সেটাই ভালো। তবে জানেন কি কারণের জন্য পথ চলতি সেই কুকুরেরা এই ধরণের আচরণ করে?
আসলে সেই কুকুর গুলি আপনার সাইকেল বা গাড়িতে যে টায়ার লাগানো থাকে সেখানে হামেশাই পস্রাব করে থাকে। গাড়ির টায়ারে কুকুরদের প্রস্রাব করার একটি কারণ হল, কুকুররা টায়ারের গন্ধ বিশেষ পছন্দ করে। তাদের এই টায়ারের গন্ধ আকর্ষণ করে খুব বেশি। তাই কোনো গাড়ি কিংবা সাইকেল দেখলেও কুকুররা বারংবার সেই টায়ারে গিয়েই প্রস্রাব করে দেয়।
এবার যখন সেই টায়ারে পস্রাব করা হয়ে যায় ও অন্য জায়গায় যায় কুকুরদের ঘ্রান শক্তি এতটাই বেশি যার কারণে তারা পেয়ে যায়। সেই কারণেই সেই সাইকেল বা গাড়ির পিছনে তাড়া করে। আদতে সে আপনাকে চেনে না বরং নাকে আসা সেই অচেনা গন্ধের জন্যই এই সমস্যা হয়। কুকুররা কিন্তু নিজেদের এলাকা চিহ্নিত করে রাখার জন্য শুধু টায়ার নয় বিদ্যুতের খুঁটিতেও প্রস্রাব করে।
অন্য কোনো কুকুর দল ছুট হয়ে গেলে বুঝে যায় অন্য এলাকায় এসে পরেছে সে। প্রস্রাবের গন্ধ টায়ারে দীর্ঘ ক্ষণ স্থায়ী হয়। তবে এবার থেকে আপনার সাথে যদি এমনটা হয় খুব জোরে না পালিয়ে গিয়ে বরং বুদ্ধির সাথে কাজ নেবেন।