Advertisement
Offbeat

টিকটিকি বিপদে পড়লে তার লেজ খসিয়ে দেয় কেন? ৯৯% মানুষই বলতে পারেন না

Advertisement
Advertisements

গৃহস্থ্য বাড়িতে প্রায়শই আমরা টিকটিকি দেখে থাকি। কখনও তাদের টিকটিক করে ডাকতে দেখা যায়। আবার কখনও দেওয়াল বেয়ে হেঁটে চলে বেড়াতে দেখা যায়। অনেকেই আবার বলে থাকেন যে, ঘরে টিকটিকি থাকা ভালো। আচ্ছা কখনও লক্ষ করেছেন টিকটিকির লেজ খসা! ভীষণ চমকপ্রদ থাকে দৃশ্যটা। আর লেজটি পড়ামাত্রই লাফাতে থাকে। তবে, টিকটিকি কেন লেজ খসায় তা জানা আছে কি? আজকের এই প্রতিবেদনে সেই বিষয়েই বলবো।

টিকটিকি বিপদে পড়লে তার লেজ খসিয়ে দেয় কেন? ৯৯% মানুষই বলতে পারেন না

Advertisements

টিকটিকির লেজ খসার মূল কারণ হল শিকারি প্রাণীর খপ্পর থেকে বাঁচা। এক্ষেত্রে তাদের প্রধান শত্রু হল পাখি আর বিড়াল। আত্মরক্ষা করতে আমরা সকলেই চাই। আর সেই তালিকায় পশু পাখিরাও রয়েছে। আসলে টিকটিকির শরীরের অন্যান্য অংশের তুলনায় লেজটা ভীষণ দুর্বল হয়। আর সেই কারণেই নিজের আত্মরক্ষার জন্য টিকটিকি এমন কাজ করে থাকেন।

Advertisements

টিকটিকি বিপদে পড়লে তার লেজ খসিয়ে দেয় কেন? ৯৯% মানুষই বলতে পারেন না

তবে, বিজ্ঞানীরা অনেক গবেষণা করে দেখে এই সিদ্ধান্তে এসে পৌঁছেছেন যে, টিকটিকির লেজ খসে যাওয়া বিষয়টি কোনো দুর্ঘটনা নয়। আসলে বিপদে পড়ার পরও এদের লেজ শরীরের সঙ্গে জড়িয়ে থাকে। কিন্তু যখন তাদের লেজের ভিতরের কোষ থেকে বিশেষ একধরনের রাসায়নিক বের হয় ঠিক তখনই তাদের লেজটা খসে পড়ে। মজার কান্ড হল লেজটি খসে পড়ে গিয়েও নাড়াচাড়া করতে থাকে। মূলতই এটি শিকারিকে বিভ্রান্ত করার একটি কৌশল।

টিকটিকি বিপদে পড়লে তার লেজ খসিয়ে দেয় কেন? ৯৯% মানুষই বলতে পারেন না

এরফলে শিকারীটি যখন বিভ্রান্ত হয়ে যায় তখন টিকটিকি পালিয়ে যায়। টিকটিকির লেজের অংশে কোনো রক্ত চলাচল করেনা। আর তাই মস্তিস্ক থেকে লেজে তারা সিগন্যাল পাঠায়। যখন লেজের ভিতরের কোষ থেকে বিশেষ একধরনের রাসায়নিক বের হয় ঠিক তখনই তাদের লেজটা খসে পড়ে। ভারী অদ্ভুত এই কান্ড। তাহলে জেনে গেলেন নিশ্চই কেন টিকটিকি লেজ খসায়।