কেন যমজ সন্তান হয়? ৯৯% মানুষ বলতে পারবে না

কথায় বলে নারীর পূর্ণতা নাকি মাতৃত্বেই। একজন নারী যেদিন থেকে মা হয়ে ওঠেন সেদিনই নাকি তার নারী জনম সার্থক হয়। যদিও এসব নিয়ে রয়েছে দ্বিমত। তবে ভাববেন না যেন নারীর পূর্ণতা-অপূর্ণতা নিয়ে আজকের প্রতিবেদন। আজ আমরা জানবো যমজ সন্তানের বিষয়ে কিছু তথ্য। যা অনেকের কাছেই অজানা। চিকিৎসা শাস্ত্র অনুযায়ী যমজ সন্তান হওয়ার পিছনে নানান কারণ রয়েছে।
অনেক সময় আমরা দেখতে পাই দুটি যমজ সন্তান দেখতে এক হলেও তাদের মধ্যে কোন মিল নেই। এমনকি তাদের চারিত্রিক বৈশিষ্ট্য গুলিও সম্পূর্ণ আলাদা। আর এর পিছনে রয়েছে যথাযথ কারণ। কখনও দেখা যায় দুটি ডিম্বাণু তৈরি হয়ে যমজ সন্তান জন্ম নেয়। আবার কখনও দেখা যায় ডিম্বাণু বিভাজিত হয়ে যমজ সন্তান জন্ম নেয়। কিন্তু এই যমজ সন্তান কেন হয় সেটা কি জানা আছে? চলুন তবে জেনে নেওয়া যাক।
চিকিৎসাশাস্ত্র অনুযায়ী যমজ সন্তান তিন ধরনের হয়। ১. সমধর্মী যমজ ২.ভিন্নধর্মী যমজ ৩.যুক্ত যমজ। চলুন এই তিনটি নিয়ে সবিস্তারে আলোচনা করা যাক-
১.সমধর্মী যমজ: এই ধরণের যমজের ক্ষেত্রে এদের চেহারা বা বৈশিষ্ট্য একই হয়ে থাকে। তবে, এক্ষেত্রে বুড়ো আঙ্গুলের ছাপ আলাদা হয়ে থাকে। এমনকি দুটি ছেলে অথবা দুটি মেয়ে হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে স্বাভাবিক একটি ডিম্বাণু বিভাজিত হয়ে আলাদা ভ্রূণের সৃষ্টি করে। যারা ভ্রূণ ঝিল্লিতে অবস্থান করে। এদের জন্ম একই ভ্রূণ থেকে হয়। যারফলে এরা একই জায়গা থেকে পুষ্টি পায়।
২.ভিন্নধর্মী যমজ: নাম শুনে নিশ্চই বুঝতে পারছেন যে এক্ষেত্রে চেহারা থেকে বৈশিষ্ট্যগত দিক কোনোটিতেই কোন মিল থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে একটি ছেলে ও একটি মেয়ে হয়ে থাকে। দুটি শিশু আলাদা ভ্রূণ ঝিল্লিতে অবস্থান করে। যারফলে এরা আলাদা প্লাসেন্টা থেকে পুষ্টি পায়। যেসব দম্পতিরা নিজেরা যমজ হয় তাদের ক্ষেত্রেই যমজ সন্তান হওয়ার সম্ভবনা থাকে। তবে, হ্যাঁ এসব ক্ষেত্রে ওই যমজ সন্তানের ব্লাড গ্রূপ এক হওয়ার সম্ভাবনা থাকে।
৩.যুক্ত যমজ: এই যমজকে ‛সায়ামিজ টুইং’ বলা হয়। ডিম্বাণু বিভাজনের সময় অসম্পূর্ণভাবে বিভাজিত হয় বলে জন্মের সময় যমজের দেহ একসঙ্গে যুক্ত থাকে। যদিও এদের অপারেশনের মাধ্যমে আলাদা করা হয়। কিন্তু আবার অনেক সময় দেখা যায় এরা এমন ভাবেই সংযুক্ত থাকে যে এদের আলাদা করা সম্ভব হয়না।
তাহলে কি এবার বুঝলেন নিশ্চই যমজ সন্তান কিভাবে হয়। এমনকি এর প্রকারভেদ কয় রকমের। প্রতিবেদনটি শেয়ার করে অন্যকে জানার সুযোগও করে দিন।