Offbeat

Unknown Facts : ক্রিকেট খেলার সময় প্লেয়াররা চুইংগাম চেবান কেন? জানুন এর পিছনের আসল কারণ

Advertisement

Unknown Facts : স্কুল বা কলেজে পড়ার সময় চুয়িংগাম মুখে রাখলে একটি স্টাইল হিসাবেই ধরা হয়ে থাকে। শিক্ষক কিংবা গুরুজন দেখলে ভ্রূ কুঁচকাবেই তা বলার অপেক্ষা নেই। তবে সেই চুয়িংগাম যখন ক্রিকেট মাঠে কোনো প্লেয়ার খেলা চলাকালীন সর্বক্ষণ চিবিয়ে চলেছে সেই সময় দেখতে বেশ ভালোই লাগে। শুধু ক্রিকেটাররাই নয়, বর্তমানে অন্যান্য একাধিক স্পোর্টসেও প্লেয়ারদের চুইংগাম চিবোতে দেখা যায়। তবে খেলার সময় চুইংগাম (Chewing Gum) চিবানোর পিছনে কিন্তু কোনো সাধারণ নয় বরং বৈজ্ঞানিক কিছু কারণই সামনে এসেছে –

Why cricketers chew chewing gum know the unknown facts behind it

Unknown Facts : ক্রিকেট খেলার সময় প্লেয়াররা চুইংগাম চেবান কেন? জানুন এর পিছনের আসল কারণ

১) একজন ব্যাটসম্যান ১৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বোলারের মুখোমুখি হন ও বাকি ১০ জন প্লেয়ার তাকে ঘিরে থাকে মাঠে। অন্য দিকে তীব্র গরম ও রোদের জন্য খেলোয়াড়দের শান্ত রাখতে সাহায্য করে চুইংগাম। এতক্ষণ মাঠে দাঁড়িয়ে ডিহাইড্রেশন হতে পারে, চুইংগাম শরীরে জলের পরিমাণ বাড়ায় না ঠিকই তবে এটি চিবিয়ে খাওয়ার ফলে বেশি লালা বের হয় যার ফলে শরীরে জলের পরিমান বজায় থাকে।

Unknown Facts : ক্রিকেট খেলার সময় প্লেয়াররা চুইংগাম চেবান কেন? জানুন এর পিছনের আসল কারণ

২) চুইংগামে গ্লুকোজ (Glucose) থাকে যা আপনাকে তীব্র রোদের মধ্যেও সম্পূর্ণ এনার্জি দেয়।

৩) চুইংগাম চিবোলে মাঠে থাকা যে কোনো প্লেয়ারের একাগ্রতা বজায় থাকে। যার ফলে খুব সহজেই সে মাঠে ঘটে যাওয়া যে কোনো মুহূর্তকে খুব সুন্দর করে হ্যান্ডেল করে নেয়।

Unknown Facts : ক্রিকেট খেলার সময় প্লেয়াররা চুইংগাম চেবান কেন? জানুন এর পিছনের আসল কারণ

তবে আপনাদের জানিয়ে রাখি চুইংগামে কিন্তু সুগার থাকে তাই বেশি খেলে আবার সমস্যা তৈরী হতে পারে। আমাদের বাজারের সাফরণ চুইংগাম থেকে প্লেয়ারদের খাওয়া সেই গামের পার্থক্য হয় অনেকটা। যেমন দামের দিক থেকে বেশি হয় তেমনই কার্যকারিতা হয় বেশি।