Offbeat

রাতের বেলায় বেড়াল কাঁদলে কি হয়? জানলে অবাক হবেন আপনিও

Advertisement

বাড়িতে কেউ কাঁদলে আমরা বারংবার বারণ করে থাকি। চোখের জল ‘অশুভ’ সেটা বলার অপেক্ষা রাখে না। কোনো মানুষই জীবনে নিজের থেকে কাঁদতে চায় না। মানুষ না কাঁদলেও বিড়াল কিন্তু কাঁদে। কোনো না কোনো সময়ে আপনার বাড়ি বা পাড়াতে দাঁড়িয়ে বিড়ালের কান্না শুনেছেন বা দেখেছেন। বিড়ালের এই কান্না শুনে কার্যত বুক কেঁপে ওঠে আপনার। কিন্তু জানেন এই কান্নার আক্ষরিক অর্থ কি? কি রহস্য লুকিয়ে থাকে এই কান্নার পিছনে?

রাতের বেলায় বেড়াল কাঁদলে কি হয়? জানলে অবাক হবেন আপনিও

অনেকে মনে করেন বিড়াল শুভ আবার অনেকে বলেন অশুভ। তবে কোন ঘটনার ইঙ্গিত বিড়ালের কান্নার শব্দ চলুন আজ জেনে নেওয়া যাক।

১) গভীর রাতে বেড়ালের কান্নার শব্দ বেশি শোনা যায়। মনে করা হয় রাতের বেলা কোনও অশরীরি আত্মার উপস্থিতির ইঙ্গিত পেলে বিড়াল কাঁদে। সে ক্ষেত্রে ভৌতিক কোনও কার্যকলাপের ইঙ্গিত হিসাবে বেড়ালের ওই ডাকটিকে চিহ্নিত করেন অনেকে।

২) বাড়ির মধ্যে যদি কোনো বিড়াল কাঁদে তাহলে বাড়ির লোকেদের জীবনে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে চলেছে।

রাতের বেলায় বেড়াল কাঁদলে কি হয়? জানলে অবাক হবেন আপনিও

৩) কালো বিড়াল যদি বার বার আপনার ঘরে প্রবেশ করে তাহলে সেই ব্যাপারটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয়।

৪) দুটি বিড়াল যদি আপনার বাড়ির সীমানার মধ্যে লড়াই করে তাহলে বুঝবেন পরিবারের উপরে অর্থ সংকট আসতে চলেছে। সাথেই পারিবারিক কলহের ইঙ্গিতও দেয় এই বিড়াল।

রাতের বেলায় বেড়াল কাঁদলে কি হয়? জানলে অবাক হবেন আপনিও

তবে বিড়াল কিন্তু শুভ দিক ও দেখায় যেমন দীপাবলির দিন বাড়িতে বিড়াল আসা খুবই শুভ তেমনই বিড়াল ডানদিক থেকে রাস্তা পার হলে সেটাও শুভ বলেই মনে করা হয়।