Offbeat

বলুন তো ব্লেডের মাঝে এরম অদ্ভুত নকশা কেনো থাকে? ৯৯% মানুষের কাছে বিষয়টা অজানা

ছেলেদের দাড়ি কাটতে বলুন বা যেকোনো জিনিসের সিল কাটতে ব্লেড আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস গুলির মধ্যে একটি। সেক্ষেত্রে ব্লেডের মধ্যে যে নকশা করা আছে তা নিশ্চই কারোর নজর এড়ায়নি এতদিনে। বহু বছর ধরে এই ব্লেডের নকশাও একই রকম আছে। যার কোনো পরিবর্তন হয়নি। কিন্তু কেন পরিবর্তন হয়নি সে ব্যাপারে কেউই জানেন না। দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক কিছুই ব্যবহার করে থাকি যেগুলি সমন্ধে আমরা বিস্তারিত কিছুই জানিনা। ব্লেডও তারমধ্যে একটি।

তবে, এই নকশা অপরিবর্তিত হওয়ার পিছনে রয়েছে যথাযথ কারণ। আজকের প্রতিবেদনে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করবো। জিলেট কর্মসংস্থার প্রতিষ্ঠাতা কিং ক্যাম্প জিলেট (King Camp Gillette) ও তার সহকর্মী উইলিয়াম নিক্সারসন (William Nixerson) ১৯০১ সালে ধারালো একটি জিনিসের নকশা তৈরি করেন। প্রথম প্রথম নিজেরাই ব্যবহার করেন। এরপর শুরু করেন ব্যবসা।

আর তারপর আমেরিকায় প্রথম এই ব্লেডের ব্যবসা শুরু হয়। জানেন কি এই ব্লেডের ব্যবসা শুরু হওয়ার মাত্র ৩ বছরের মাথাতে ১৬৫ টি ব্লেড তৈরি করেছিল। আর তারপর থেকেই পুরোদমে শুরু হয়ে যায় ব্লেডের ব্যবসা। যা এখনও বহমান। তবে, এখানেই কিন্তু থেমে থাকেনি ব্লেডের যাত্রা। এরপর ব্লেডের সঙ্গে রেজারের হাতল আটকানোর জন্য নাটবল্টু ও স্ক্রু ব্যবহার করা হতো। আর তারপর থেকেই ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে এই ব্লেডের ব্যবসা।

এরপর অনেকেই জিলেটের ব্যবসাকে অনুসরণ করে। আর তারপর জিলেট ছাড়াও বহু কোম্পানি সৃষ্টি হয়ে যায় যারা এই ব্লেডের ব্যবসা করেন। যারমধ্যে টোপাজ, এক্সট্রিম, বিজয়, বিদ্যুৎ, জনতার মতো কোম্পানি গুলি ভারতে ব্যবসা করছে। তবে, আজও ব্লেডের নাম শুনলে যে নকশার কথা মানুষের মাথায় প্রথমেই আসে সেটি জিলেটেরই তৈরি।

তাহলে জেনে গেলেন নিশ্চই ব্লেডের নকশার আসল কারণ।