
দিনদিন যেভাবে সূর্যের দাবদাহ বেড়ে চলেছে তাতে রীতিমতো ঘরে থাকাও কষ্টকর হয়ে উঠেছে। গোটা দক্ষিণবঙ্গ যেন সূর্যের আগুনে পুড়ছে। বেশিরভাগ দিনই জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে থাকে। দিনে হোক বা রাতে গরমের জ্বালায় ঘুমোতে পারছেন না কেউই। আর তাইতো এসি (Ac), কুলারের (Cooler) চাহিদা বাড়ছে দিনে দিনে। অধিকাংশ মানুষ তো আগে থেকেই এসি ব্যবহার করেন।
আর কেউ কেউ ভিড় জমাচ্ছেন এসির দোকানে। তবে, যাদের বাড়িতে এসি আছে অথবা যারা ইতিমধ্যেই এসি কিনতে গিয়েছেন তারা নিশ্চই জানেন যে, বেশিরভাগ এসির (Ac) রং সাদা হয়। বিশেষকরে আউটডোর ইউনিট সবসময় সাদা রঙেরই হয়। তবে, স্প্লিট এসির ক্ষেত্রে অনেকসময় কিছু কোম্পানি অন্য রং ব্যবহার করে থাকলেও ইন্টিরিওর এসি গুলি সবসময় সাদা রঙেরই হয়ে থাকে।
তবে, জানেন কি এসির রং কেন সাদা হয়? ৯৯ শতাংশ মানুষ আছেন যারা কিনা এটির বিষয়ে জানেন না। আজকের এই প্রতিবেদনে আমরা সেই বিষয়েই কথা বলবো। আসলে সাদা রং হিট রিফ্লেক্ট করে। ফলে এসির ভিতরের কম্প্রেসার গরম হলেও কোনো সমস্যা হয়না। এছাড়া এসির আউটডোর ইউনিট বেশিরভাগ সময় রোদে থাকে। যারফলে সেটি সাদা ছাড়া অন্য রঙের হলে তাপের কারনে সমস্যা হতে পারে। এসির আউটডোর ইউনিট রোদে রাখা উচিত নয়।
কেননা, এতে ইউনিট খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। এমনকি এসির বিল বেশি আসার সম্ভাবনাও বেড়ে যায়। তাহলে জেনে গেলেন নিশ্চই কেন কেন এসির রং সাদা হয়। প্রতিবেদনটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।