
চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে থাকেন অনেকেই। এই ইন্টারভিউ ভালো বা খারাপের উপরে দাঁড়িয়ে থাকে আপনি স্বপ্নের চাকরি হাসিল করতে পারবেন কি না? কিন্তু জানেন কি অনেকেই এই বিশেষ সময়ে নার্ভাস হয়ে যান। ছোট রুমের মধ্যে অনেকে বসে থাকে আপনার সামনে। আর একের পর এক প্রশ্নবান আপনার দিকে ধেয়ে আসে। বই নয় বরং সেইসময় দরকার উপস্থিত বুদ্ধি ও সাধারণ জ্ঞানের।
ইন্টারভিউতে যে ধরণের প্রশ্ন জিজ্ঞেস করে নিশ্চয়ই সে সম্পর্কে আপনারা অবগত আছেন। কেমন প্রশ্ন হবে তা আপনারা নিশ্চয়ই জানতে আগ্রহী। সেই কারণেই ইন্টারভিউতে জিজ্ঞেস করা সবথেকে জনপ্রিয় ১০টি প্রশ্ন ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি আমরা এই প্রতিবেদনে।
১) দুধ থেকে দইতে পরিণত হবার সময় কোন অ্যাসিড নিঃসৃত হয়?
উত্তর – ল্যাকটিক অ্যাসিড।
২) কোন জিনিস মেয়েদের বড়ো হলে সবাই পছন্দ করেন?
উত্তর – মাথার লম্বা চুল।
৩) তিনটি প্রাথমিক রঙে নাম কি?
উত্তর – লাল, নীল ও সবুজ।
৪) কোন ধাতুতে কোনো শব্দ হয় না?
উত্তর – অ্যান্টিমণি।
৫) সাহারা মরুভূমির অবস্থান কোন মহাদেশে?
উত্তর – আফ্রিকা মহাদেশে।
৬) গুপ্ত যুগের প্রধান ভাষা কি ছিল?
উত্তর – সংকৃত ভাষা।
৭) অলিম্পিকের লোগোতে পাঁচটি রিং থাকার অর্থ কি?
উত্তর – পৃথিবীর পাঁচটি আলাদা মহাদেশকে চিহ্নিত করে।
৮) কোন প্রশ্নের উত্তর প্রতি মিনিটে পরিবর্তন হয়?
উত্তর – ঘড়িতে কটা বাজছে?
৯) বক্সা ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত?
উত্তর – আলিপুরদুয়ার।
১০) স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী কে ছিলেন?
উত্তর – সর্দার বল্লব ভাই প্যাটেল।