Interview Question : মেয়েদের শরীরের কোন জায়গাটি সবচেয়ে বেশি গরম হয়? ৯৯% মানুষই জানেন না

‛বলুন তো মেয়েদের শরীরের কোন অংশ সবচেয়ে বেশি গরম হয়ে ওঠে’? এর উত্তর কি আপনার কাছে জানা আছে? এক্ষেত্রে অধিকাংশ মানুষেরই উত্তর হবে না জানা নেই। কিন্তু এই প্রশ্নের উত্তর জেনেই বা কি হবে তাই ভাবছেন নিশ্চই? তাহলে বলে রাখি শুধুমাত্র জানার নিরিখে এই প্রশ্নের উত্তর না জানলেও হতো। কিন্তু ধরুন যদি কোনো ইন্টারভিউতে গিয়ে আপনাকে এই প্রশ্ন করা হয় তখন আপনি কি করবেন?
আজকালদিনের মেয়েরা বলুন বা ছেলেরা সকলেরই স্বপ্ন হল শিক্ষিত হয়ে বড় পদে চাকরি করে স্বাবলম্বী হওয়া। আর তাই তারা পড়াশোনা করে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে নেয়। তবে, চাকরি পেতে সাধারণভাবেই আগে থেকে প্রস্তুতি নিতে হয়। আর প্রস্তুতি বলতে শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নয়। চাকরির পরীক্ষায় জয় লাভ করতে হলে বইয়ের পাশাপাশি বর্তমান ঘটনা সম্পর্কেও জানতে হয়।
আর সেখানেই তাদেরকে এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই লজ্জায় পরে যান। আবার কোনো কোনো প্রশ্ন শুনে প্রার্থীরা আবার ঘাবড়ে যান। আসলে এই প্রশ্ন গুলি করে প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাই করা হয়। কিন্তু সেই প্রশ্নগুলি কি কি তা জেনে নেওয়া যাক।
১. ফ্লিপকার্ট কোন দেশের কোম্পানি?
ভারত
২.রাবনের আসল নাম কি?
দশগ্রিব
৩.এমন কি জিনিস যা আপনি যত বেশি পরিষ্কার করেন ততই কালো হয়ে যায়?
ব্ল্যাকবোর্ড
৪.মোবাইল সংস্থা নোকিয়া কোন দেশের কোম্পানি?
ফিনল্যান্ড
৫.মরুভূমিতে কোন জাতীয় উদ্ভিদ পাওয়া যায়?
ক্যাকটাস
৬.কোন দেশের সমাধির উপর QR কোড তৈরি করা হয়েছে?
জাপান
৭.কোন প্রাণীর রক্ত সাদা রঙের?
আরশোলা
৮.কোন দেশে সাইকেলে অফিস যাওয়ার জন্য বেশি বেতন পাওয়া যায়?
নেদারল্যান্ডস
৯.জানেন মেয়েদের শরীরের কোন অংশটি খাওয়া যায়?
লেডিসফিঙ্গার বা ঢেঁড়শ
১০.মেয়েদের শরীরের কোন অংশ সবচেয়ে বেশি গরম হয়ে ওঠে?
শরীরের যে অংশে সর্বোচ্চ রক্ত সঞ্চালন হবে সেই অংশ বেশি গরম হয়ে যাবে। এটা মেয়ে অথবা ছেলে উভয়ের ক্ষেত্রেই হতে পারে। (আসলে বিভ্রান্ত করার জন্য শুধুমাত্র এমনভাবে প্রশ্নটি করা হয়েছে)।
তাহলে আর কি ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখে সহজেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন।