বুদ্ধির খেলা : ছবিতে কোন বোতলটি সবচেয়ে আগে পূর্ণ হবে? ৯৯% মানুষ হয়েছেন ব্যর্থ

শুধুমাত্র বই পড়লেই জ্ঞান হবে একথা সত্য নয়। পুঁথিগত বিদ্যা অবশ্যই দরকার। তবে বইয়ের বাইরেও যে এই পৃথিবীতে কত জানার জিনিস আছে তা ভাবলেও অবাক লাগে। বুদ্ধির প্রশ্ন ও উত্তরের খেলায় অনেকেই অংশগ্রহন করেন নিয়মিত। আজকেও আপনাদের জন্য একটি বুদ্ধির খেলা (Optical Illusion) নিয়ে হাজির হয়েছি। শুধুমাত্র একটু সময় নিয়ে আপনাকে দেখতে হবে ফটোতে দেওয়া বিষয়বস্তুটি। তাহলে উত্তর দিতে পারবেন।
আজকের প্রশ্নে দেখুন বেশ কয়েকটি বোতল দেওয়া আছে। একটি বা দুটি নয় মোট ৭টি বোতল আছে ফটোতে। পাইপ দিয়ে সেই বোতল গুলিতে জল ভরা হবে। কিন্তু আপনাকে বলতে হবে এই ৭টি বোতলের মধ্যে কোনটিতে সবার আগে জল ভরবে? কি পারবেন তো? চ্যালেঞ্জ কিন্তু আপনি নিয়ে নিয়েছেন তাই এখন আর পিছনে যাওয়া যাবে না।
১৫ সেকেন্ড সময় আছে আপনার কাছে সঠিক উত্তর দেওয়ার জন্য। তাহলে কাজে লেগে পরুন আর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। এই ধরণের খেলায় আপনার মস্তিষ্কের বিকাশ হয়। ফলে ব্রেনের ভিতরের নার্ভগুলি সচল হয়। যার ফলে আপনি বেশি সফলতা আনতে পারবেন। কি এবার তো উত্তর দিতে হবে।
আর মাত্র ৫ সেকেন্ড সময় বাকি আছে আপনার।
৪
৩
২
১
ব্যাস সময় শেষ। এবার আমাদের প্রতিবেদনের সাথে মিলিয়ে দেখুন আপনার খুঁজে পাওয়া উত্তর সঠিক হলো কতটা!
১) সর্বপ্রথম ১ নম্বর বোতলটিতে কল থেকে জল পড়বে।
২) যেহেতু ২ নম্বর কলের পাইপ ১ নম্বর বোতলের নিচের দিকে আছে স্বাভাবিকভাবেই ২ নম্বর বোতলের জল আগে ভরবে।
৩) কিন্তু না দেখুন ১ নম্বর থেকে ২ নম্বর বোতলে যাওয়ার পাইপ আটকানো আছে তাই জল যাবে না।
৪) ২ থেকে জল যাবে ৩ নম্বর বোতলে।
৫) তবে আবার ৭ নম্বর বোতলে যাওয়ার যে পাইপ সেটিও বন্ধ আছে ফলে ৫ নম্বর বোতলটি সবার আগে জল পূর্ণ হবে।
খুব সহজ অথচ একটু বুদ্ধি কাজে লাগালেই উত্তর দেওয়া সম্ভব। নির্দিষ্ট মার্ক করেও দেওয়া হয়েছে যাতে সহজেই আপনারা উত্তরটি বুঝতে পারেন। আসা করা যায় এই বুদ্ধির খেলা আপনাদের খুবই পছন্দ হয়েছে।