Advertisement
Offbeat

ইন্টাভিউয়ের প্রশ্ন : বিয়ের পর মেয়েদের কোন জিনিসটি বেড়ে যায়? ৯৯% মানুষ হয়েছেন ব্যর্থ

Advertisement
Advertisements

আপনি কি IAS বা IPS হবার স্বপ্ন দেখেন? এর জন্য দরকার সীমাহীন জ্ঞানের। তবে শুধুই কিছু বইয়ের মধ্যে নিজেকে বদ্ধ করে রাখলে স্বপ্নের চাকরি পাবেন আপনি? যেকোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে লেখার পাশাপাশি পাস করতে হয় ইন্টারভিউ রাউন্ডেও। তাই সেই মুহূর্তে দরকার সাধারণ জ্ঞানের। কিন্তু অনেক পরীক্ষার্থীই এই ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয় না। তাই আজ আমরা আপনার জন্য এমন ১০টি প্রশ্নের তালিকা নিয়ে এসেছি, যা আপনাদের ইন্টারভিউ রাউন্ডে জিজ্ঞাসা করা হতে পারে। নিচে দেখে নিন সেই বিশেষ ১০টি প্রশ্ন ও তার উত্তর –

১) আকাশে উড়তে উড়তে ডিম পাড়ে কোন পাখি?

Advertisements

উত্তর – হোমা পাখি।

Advertisements

২) মেয়েদের বিয়ের পরে বেড়ে যায় কোন জিনিস?

উত্তর – দায়িত্ব। বিভ্রান্ত তৈরির জন্য এই প্রশ্ন।

৩) সোমবার, মঙ্গলবার ও বুধবার না বলে এই তিনটে দিন কিভাবে বোঝাবেন?

উত্তর – গতকাল, আজ এবং আগামীকাল।

৪) এমন কোন জিনিস যা মাসে একবার আসে ও আপনার সাথে মাত্র ২৪ ঘন্টা থাকে?

উত্তর – যে কোনো তারিখ।

৫) এমন দুটি রাজ্যের নাম বলুন যেখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়?

উত্তর – তামিলনাড়ু ও পাঞ্জাব।

৬) সিগারেটের বাংলা কি?

উত্তর – ধূমপান দণ্ড।

৭) একজন মহিলা তার কোন জিনিসটি হাটে বাজারে খুলে দেখায় কিন্তু পুরুষ দেখায় না?

উত্তর – পার্স। পুরুষেরা নিজের পকেট থেকেই বেশিরভাগ সময়ে টাকা বের করে দেন।

৮) ঘুমালে এমন কোন জিনিস যা পড়ে যায়?

উত্তর – চোখের পাতা।

৯) পশ্চিমবঙ্গে শরৎকালে কোন ঝড় দেখা যায়?

উত্তর – আশ্বিনের ঝড়।

১০) ভারতের প্রথম মহিলা IAS অফিসার কে ছিলেন?

উত্তর – আন্না রমজান মালহোত্রা।