Offbeat

অঙ্কের ধাঁধা: বলুন তো 8×0+5×2-3=কত, সঠিক উত্তর দিতে পারলেই আপনি জিনিয়াস

Brain Teaser: বর্তমান সময়ে অবসর কাটানোর অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। আর এই সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই নিত্যদিন দেখা যায় নানান ধরনের মজার মজার খেলা। আমাদের আশেপাশে এমন অনেকেই রয়েছেন যারা একঘেয়েমি দূর করতে এই ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করেন। এই খেলা গুলিকে বলা হয় ব্রেন টিজার (Brain Teaser)। আপনার আইকিউ লেবেল ঠিক কতটা সেটা সহজেই বোঝা যায় এই ধরনের ধাঁধা সমাধানে।

প্রত্যেক দিনের মতই আজকেও humppy.com আপনাদের জন্য একটি মজার খেলা নিয়ে হাজির হয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজকের খেলাটি একটু অন্যরকম। আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হয়েছে সেখানে আপনাকে কোনো লুকিয়ে থাকা সংখ্যা কিংবা অক্ষর খুঁজে বার করতে হবে না। দুটি ছবির মধ্যে খুঁজতে হবে না পার্থক্য। বরং বুদ্ধি দিয়ে সমাধান করতে হবে অঙ্কের।

Today’s Brain Teaser

আজকের প্রতিবেদনে যে গাণিতিক ধাঁধা দেখা যাচ্ছে তার সমাধান করতে হবে আপনাকে। বলতে হবে 8×0+5×2-3 = ?। এই উত্তর দেওয়ার জন্য অবশ্য খুব বেশি সময় দেওয়া হবে না আপনাকে। মাত্র 20 সেকেন্ডের মধ্যেই দিতে হবে উত্তর।

কাউন্টডাউন চলছে

5

4

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

আজকের সমস্যা, 8×0+5×2-3 = ?

সরলীকরণ, 8×0+5×2-3 = ?
=0+5*2-3
=5*2-3
=10-3
=7 (উত্তর)

সময়ের মধ্যে যারা উত্তর দিতে পেরেছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা। আগামীতে নতুন নতুন আরো খেলা পেতে নজর রাখুন আমাদের পেজে।