Advertisement
Offbeat

ইন্টারভিউ প্রশ্নঃ কী এমন কাজ যা কুমারী মেয়ে করলে সমাজে বদনাম হয়? ৯০% মানুষ উত্তর দিতে ব্যর্থ

Advertisement
Advertisements

Interview Questions: অনেকেই ইন্টারভিউ (Interview) শব্দটি শুনলেই খুব নার্ভাস হন। লিখিত পরীক্ষার পরে আসে ইন্টারভিউ। ছোট রুমের মধ্যে কার্যত একের পর এক প্রশ্নবান আপনার দিকে ধেয়ে আসবে। বই নয় বরং বুদ্ধি ও সাধারণ জ্ঞানের মধ্যে দিয়েই এই ইন্টারভিউতে আপনি করতে পারেন বাজিমাত।।ইন্টারভিউতে যে ধরণের প্রশ্ন জিজ্ঞেস করে নিশ্চয়ই সে সম্পর্কে আপনারা অবগত আছেন। তাও কেমন প্রশ্ন হবে তা আপনারা নিশ্চয়ই জানতে আগ্রহী থাকেন? সেই কারণেই ইন্টারভিউতে জিজ্ঞেস করা সবথেকে জনপ্রিয় ১০টি প্রশ্ন ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি আমরা এই প্রতিবেদনে।

১) ১২ই জানুয়ারি কোন বিশেষ দিন হিসাবে পালন করা হয়?

Advertisements
  • উত্তর – ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ‘জাতীয় যুব দিবস’ পালন করা হয়।

২) ভারতে হাই কোর্টের সংখ্যা কয়টি?

Advertisements
  • উত্তর – ২৫টি।

৩) নৈনিতাল শহরটি কোন রাজ্যে অবস্থিত?

  • উত্তর – উত্তরাখণ্ড।

৪) ভারতের একজন প্রসিদ্ধ ব্যাডমিন্টন খেলোয়াড়ের নাম বলুন?

  • উত্তর – পি.ভি. সিন্ধু।

৫) কুমারী মেয়েদের কোন কাজটি করলে সমাজে বদনাম হয়?

  • উত্তর – সিঁথিতে সিঁদুর পরলে।

৬) পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল কত সালে?

  • উত্তর – ১৭৬১ খ্রিস্টাব্দে।

৭) আখ উৎপাদনে দেশের প্রথম রাজ্যটির নাম কি?

  • উত্তর – উত্তর প্রদেশ।

৮) জলপাইগুড়ি জেলা কি চাষের জন্য বিখ্যাত?

  • উত্তর – রাবারের চাষের জন্য।

৯) প্রকৃতির আঁচল কাকে বলা হয়?

  • উত্তর -অরণ্যকে।

১০) ব্যাঙ্গালোর শহরকে কি নামে অভিহিত করা হয়?

  • উত্তর – ভারতের সিলিকন ভ্যালি বলা হয়।