
মগজের ধাঁধা বা ব্রেন টিজার (Brain teaser) নানান ধরনের হতে পারে। কিছু কিছু ধাঁধা যেমন পর্যবেক্ষণ ক্ষমতা বা তীক্ষ্ণ দৃষ্টিশক্তির পরীক্ষা নেয়, তেমনি কিছু ধাঁধা আমাদের বিশ্লেষণ ক্ষমতা বা ভিন্নভাবে চিন্তা করার ক্ষমতা যাচাই করে। এই ধরনের বিশ্লেষণমূলক ধাঁধা সমাধান করতে অনেকেই ভালোবাসেন। যেমন এই ধাঁধায় আপনাকে আন্দাজ করতে হবে ২, ৪, ৮, ১২, ৪৮, ৫৪ এর পরে কোন সংখ্যা বসবে।
বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের অংকের সমস্যা সমাধান করতে হয়। এক্ষেত্রে কিছু এমন সংখ্যা দিয়ে দেওয়া হয় যাদের মধ্যে চট করে সম্পর্ক খুঁজে পাওয়া যায় না।এর পরে কোন সংখ্যা বসবে সেটা আন্দাজ করতে বলা হয়। এই সংখ্যাগুলির মধ্যে একটা সম্পর্ক খুঁজে বের করতে পারলেই ওই পরবর্তী সংখ্যা আন্দাজ করা সহজ হয়ে যায়।
এর জন্য আপনাকে প্রথমেই দেখতে হবে কোন অংকের হিসেবে এই সংখ্যাগুলো পরপর বসেছে। এর মাধ্যমে বোঝা যাবে আপনার মগজ কতটা তাড়াতাড়ি সঠিক যুক্তি খুঁজে পায়। নিয়মিত অভ্যাস করলে এগুলো খুব সহজেই খুঁজে পাওয়া যায়। তা না হলে এগুলো আন্দাজ করা বেশ কঠিন মনে হয়।
যেমন এখানে সঠিক উত্তর ৩২৪ হবে। এখানে প্রথম সংখ্যার সঙ্গে ২ যোগ করা হয়েছে, তারপর যোগফলকে ২ দিয়ে গুণ করা হয়েছে। গুণফলের সঙ্গে আবার ৪ যোগ করা হয়েছে এবং এভাবেই এগিয়ে যাওয়া হয়েছে। এই হিসেবে পরবর্তী সংখ্যা ৩২৪ হওয়া উচিত। আপনার সুবিধার জন্য অংক টা আমরা করে দিলাম। ২+২=৪, ৪*২=৮, ৮+৪=১২, ১২*৬=৪৮, ৪৮+৮=৫৬, ৫৬*৬=৩২৪