Interview Question : কি সেই জিনিস যা মেয়েদের ঝুলে থাকে আর ছেলেদের দাঁড়িয়ে থাকে?

সরকারি চাকরির স্বপ্ন দেখেন প্রতিটি পড়ুয়া। IAS বা IPS হবার স্বপ্ন নিয়ে দিন শুরু করেন প্রতিটি ভারতবাসী। তবে দেশের সবথেকে কঠিন এই পরীক্ষায় পাশ করা খুব সহজ নয়। সমুদ্র সমান এই সিলেবাসের মধ্যে কি পড়বেন আর কি বাদ দেবেন সেটাই বড়ো প্রশ্ন। তবে বইয়ের সাথেই সাধারণ কিছু জ্ঞানের দরকার আছে বিশেষভাবে। ইন্টারভিউ রাউন্ডে আপনাকে সেই ধরণের প্রশ্ন গুলোর সামনা করতে হবে বৈকি। অনেক পরীক্ষার্থীই এই ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয় না। তাই আজ আমরা আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় বারংবার আসা এমনই কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। যা আপনাদের আগত ইন্টারভিউ রাউন্ডে দারুণ কাজে দেবে। নিচে দেখে নিন সেই বিশেষ কয়েকটি প্রশ্ন ও তার উত্তর –
১) বিশ্ব দাবা দিবস পালন করা হয় কবে?
- উত্তর – ২০শে জুলাই
২) ‘অমৃত যুব কালোৎসব’ কোন রাজ্য সম্প্রতি তিন দিনের এই উৎসব পালন করছে?
- উত্তর – শ্রীনগর
৩) সম্প্রতি বীমার জন্য বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) টুল চালু করেছে কোন কোম্পানি?
- উত্তর – সরলীকরণ।
৪) 2026 সালের কমনওয়েলথ গেমস থেকে সরে এসেছে কোন দেশ?
- উত্তর – অস্ট্রেলিয়া দেশের ভিক্টোরিয়া রাজ্য।
৫) ব্যাডমিন্টনে দ্রুততম শট করে কে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন?
- উত্তর – ভারতের ব্যাটমিন্টন খেলোয়াড় সাত্ত্বিক সাইরাজ
৬) ভারতকে ১০৫ টি প্রাচীন নিদর্শন হস্তান্তর করেছে কোন দেশ?
- উত্তর – আমেরিকা।
৭) বিশ্বের বৃহত্তম অফিস ভবন তৈরী হচ্ছে ভারতের কোন রাজ্যে?
- উত্তর – গুজরাট।
৮) ২০২৪ সালে লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে যে জোট শক্তি তৈরী হয়েছে তার নাম কি?
- উত্তর – ভারত।
৯) খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রকদের গ্লোবাল সামিট আয়োজন করবে কোন দেশ?
- উত্তর – ভারত।
১০) কি সেই জিনিস যা মেয়েদের ঝুলে থাকে কিন্তু ছেলেদের দাঁড়িয়ে থাকে?
- উত্তর – চুল (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।