ইন্টারভিউ প্রশ্নঃ এমন কি জিনিস যা লম্বা ও মোটা এবং মেয়েরা খুব পছন্দ করে?

Interview Questions: জিকে প্রশ্ন, কুইজ এবং ধাঁধা আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ধরনের প্রশ্ন সরকারি চাকরির ইন্টারভিউ সহ নানা পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। এই প্রশ্ন গুলি সম্পর্কে সাধারণ মানুষও জানতে চায়। যদিও কিছু প্রশ্ন এমন হয় যার উত্তর সবার জানা উচিত। আপনাকে নতুন তথ্য এবং প্রশ্ন সম্পর্কে সচেতন করার জন্যই আমরা আজ এমন কিছু প্রশ্ন ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি।
১) ভারতের বৃহত্তম ‘স্কাইওয়াক ব্রিজ’ কোন রাজ্যে আছে?
- উত্তর – তামিলনাড়ু।
২) সম্প্রতি কোথায় ইন্টারন্যাশনাল মিউজিয়াম এক্সপো উদ্বোধন করা হয়েছে?
- উত্তর – নয়া দিল্লি।
৩) ‘নাথ করিডোর’ তৈরী হবে কোন রাজ্যে?
- উত্তর – উত্তরপ্রদেশের বেরেলী শহরে।
৪) সম্প্রতি অর্জুন পুরস্কার পেলেন কে?
- উত্তর – আঞ্জুম মুদগিল
৫) সম্প্রতি ভারত ঘূর্ণিঝড়ে আক্রান্ত কোন দেশের জন্য ‘অপারেশন করুণা’ শুরু করেছে?
- উত্তর – মায়ানমার
৬) ভারতে প্রথমে কোন মন্দিরে ভক্তদের প্রবেশের জন্য ড্রেস কোড দেওয়া হলো?
- উত্তর – মহারাষ্ট্রর তুলজাভবানী মন্দিরে।
৭) চীনা জাহাজ উদ্ধার করতে ভারত সম্প্রতি কোন বিমান কাজে লাগিয়েছে?
- উত্তর – P8I বিমান।
৮) এমন কি জিনিস যা লম্বা ও মোটা এবং মেয়েরা খুব পছন্দ করে?
- উত্তরঃ চুল