Offbeat

Volcano Viral Pictures : ক্যামেরায় বন্দী আগ্নেয়গিরি বিস্ফোরণের বিরল দৃশ্য, ছবি দেখে অবাক নেটপাড়া

Advertisement

”প্রকৃতি হলো স্রষ্টার এক মহান শিল্প” বলেছিলেন বিখ্যাত দার্শনিক সক্রেটিস্ (Socrates)। শুধু তিনি নন, বড়ো বড়ো জ্ঞানী ও গুণী মানুষ প্রত্যেকেই এই প্রকৃতি নিয়ে নিজের মতামত দিয়েছিলেন। তবে জানেন কি প্রকৃতিকে কেউ চালনা করতে পারে না। সম্পূর্ণ নিজের মতোই সে আপন ইচ্ছায় চলতে থাকে। কখনও হয় সুনামি (Tsunami) তো কখনও ধেয়ে আসে আয়লা (Ayla)। কখনও মরুভূমি (Desert) তো কখনও শুধুই বরফ (Ice)। আর এই প্রকৃতির ভিন্ন রূপ কার্যত মন ও চক্ষু দুটোকেই আনন্দ দেয়।

Volcano Viral Pictures : ক্যামেরায় বন্দী আগ্নেয়গিরি বিস্ফোরণের বিরল দৃশ্য, ছবি দেখে অবাক নেটপাড়া

তবে এবার চিলির (Chilli) এক বিখ্যাত আগ্নেয়গিরির অসাধারণ কিছু ফটো সামনে এসেছে। যে ফটো সচরাচর দেখা যায় না বললেই হয়। বিখ্যাত এক ফটোগ্রাফার দীর্ঘদিন সময় নিয়ে সেই ফটো গুলি তুলেছিলেন।

Volcano Viral Pictures : ক্যামেরায় বন্দী আগ্নেয়গিরি বিস্ফোরণের বিরল দৃশ্য, ছবি দেখে অবাক নেটপাড়া

চিলির ফটোগ্রাফার ফ্রান্সিসকো নেগ্রোনি (Francisco Negroni) মধ্য চিলির পুয়েহু-কর্ডন কৌলে (Ƥuyehue-Cordón Cauɩɩe voɩcano) শৃঙ্খলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফটো তোলেন। আগ্নেয়গিরির উপরে ধোঁয়া, ছাই এবং আলোর মহিমান্বিত নৃত্য ক্যাপচার করেছেন তিনি। নেগোরি বিস্ফোরিত আগ্নেয়গিরির কেন্দ্র থেকে এক কিলোমিটার দূরে রাত কাটিয়েছেন।

Volcano Viral Pictures : ক্যামেরায় বন্দী আগ্নেয়গিরি বিস্ফোরণের বিরল দৃশ্য, ছবি দেখে অবাক নেটপাড়া

সেই বিশেষ রাতের এক্সপেরিয়েন্স তিনি নিজেই শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই এই ফটো গুলি নিয়ে শোরগোল পড়েছে। কারণ এর আগে এমন দৃশ্য দেখা যায়নি। তার দুর্দান্ত ভয় এবং অনিশ্চয়তা সত্ত্বেও শ্বাসরুদ্ধকর এই ফটো এক অন্য মাত্ৰা দান করেছে। আপনারা আলাদা আলাদা সেই ফটো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন।

Volcano Viral Pictures : ক্যামেরায় বন্দী আগ্নেয়গিরি বিস্ফোরণের বিরল দৃশ্য, ছবি দেখে অবাক নেটপাড়া

আপনাদের জানিয়ে রাখি, পুয়েহু-কর্ডন ৪ ঠা জুন, ২০১১ সালে বিস্ফোরণ প্রক্রিয়া শুরু করেছিল। আজ পর্যন্ত তা অব্যাহত রয়েছে। অগ্ন্যুৎপাতটি কেবল চিলিতেই নয়, আর্জেন্টিনা এবং উরুগুয়েতেও বাস্তুতন্ত্রের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। অনেক মানুষ  সেখান থেকে চলে গেছেন। তবে সূত্র বলছে, বর্তমানে অগ্ন্যুৎপাতটির বিস্ফোরণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তবে এই ফটো দেখলে শুধু যে দেখতে ইচ্ছা করবে আপনার তা বলার অপেক্ষা রাখে না।

Volcano Viral Pictures : ক্যামেরায় বন্দী আগ্নেয়গিরি বিস্ফোরণের বিরল দৃশ্য, ছবি দেখে অবাক নেটপাড়া