Unknown Facts : বিয়েতে সাত পাকে ঘোরা হয় কেন? ৯৯% মানুষই জানেন না!
আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ একটি অজানা তথ্য। বিয়েতে সাত পাকে ঘোরা হয় কেন? ৯৯% মানুষই জানেন না এর উত্তর! আপনি কি জানেন?

বিয়ে কেবলমাত্র একটি সামাজিক বন্ধন নয়। বিয়ে মানে দুটি মানুষের মনের মিলন। সারা জীবন একে অপরকে দেওয়া প্রতিশ্রুতি, নিষ্ঠা এবং যত্ন সহকারে পালন করা। বিয়ে মানে একটি পরিবারের সঙ্গে অন্য পরিবারের মিলন। প্রতিটি ধর্মের মানুষের বিয়ের নিয়ম আলাদা আলাদা।
হিন্দু ধর্মের বিয়েতে নানান রকম রীতি রয়েছে। যেমন গায়ে হলুদ, শুভদৃষ্টি, সিঁদুর দান সহ অনেক কিছুই। বিয়ের সময় যেমন এই সমস্ত নিয়ম পালন করতে হয় ঠিক তেমনই ঘুরতে হয় সাত পাকে। অগ্নি দেবতাকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন পাত্র পাত্রী। তবে জানেন কী বছরের পর বছর ধরে কেন পালন করা হচ্ছে এই নিয়ম? আজকের প্রতিবেদনে জানাবো বিস্তারিত।
অগ্নি দেবতাকে সাক্ষী রেখে সাত পাকে ঘোরা হয় বিয়েতে। একে অপরের প্রতি নানান প্রতিশ্রুতি করে থাকেন বর-কনে। সারা জীবন একে অপরের প্রতি দায়িত্ব, কর্তব্য, সত্য, সমর্থন, দুঃখ, কষ্ট সব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন পালন করা যেতে পারে সে কারণেই এই নিয়ম রয়েছে হিন্দু ধর্মে।
- প্রথম পাক : বিয়ের দিন থেকেই পাত্রীর ভরণপোষণের সমস্ত দায়িত্ব পালন করার শপথ নেন পাত্র। অন্যদিকে খাদ্য এবং আর্থিক বিষয় সহ গৃহকর্মের যাবতীয় দায়িত্বের ভার গ্রহণের প্রতিশ্রুতি নেন পাত্রী।
- দ্বিতীয় পাক : স্ত্রী এবং সন্তানদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেন পাত্র। অন্যদিকে জীবনের প্রতিটি মুহূর্তে স্বামীর পাশে থেকে সাহস এবং শক্তি যোগানোর প্রতিশ্রুতি নেন পাত্রী।
- তৃতীয় পাক : এই পাকের অর্থ পরিবারের সমৃদ্ধি এবং সন্তানদের দীর্ঘ জীবন ও পড়াশোনার দায়িত্ব একসঙ্গে মিলে পালন করার প্রতিশ্রুতি নেন পাত্র-পাত্রী। এছাড়াও একে অপরের প্রতিটি কথার গুরুত্ব দেওয়া হবে বলেও শপথ নেওয়া হয়।
- চতুর্থ পাক : একে অপরকে পরিপূর্ণতা দেওয়া এবং পবিত্রতা রক্ষার শপথ নেন নব দম্পতি।
- পঞ্চম পাক : একে অপরের প্রতি বরাবর ভালোবাসা এবং শ্রদ্ধা রাখার প্রতিশ্রুতি নেন দম্পতি।
- ষষ্ঠ পাক : সুস্বাস্থ্য এবং রোগহীন জীবনের কামনা করেন দুজনেই।
- সপ্তম পাক : ঈশ্বরের আশীর্বাদ নিয়ে দাম্পত্য সম্পর্কের শুভ সূচনা করেন দম্পতি। এই সম্পর্কে সততা, দায়িত্ব এবং বিশ্বাসে যেন পরিপূর্ণ থাকে সেটাই কাম্য প্রতিটি পাত্র পাত্রীর।