Offbeat

Unknown Facts : ভারতের কোন রাজ্যে শুধুমাত্র ২টি জেলা আছে? ৯৯% মানুষই জানেন না!

Knowledge Story : কলেজ শেষ হওয়ার পরেই চাকরির সন্ধান করতে শুরু করে দেন বহু তরুণ-তরুণীরা। চাকরির ইঁদুর দৌড়ে রীতিমতো একে অপরকে টেক্কা দিয়ে চলেছেন বর্তমান প্রজন্ম। অনেকেই সরকারি চাকরি পাওয়ার আশায় একের পর এক পরীক্ষা দিয়ে চলেছেন। আবার অনেকেই এইসব ঝামেলায় না গিয়ে বেসরকারি চাকরিতেই খুশি থাকার চেষ্টা করছেন। তবে চাকরি পাওয়ার আগে সকলকেই দিতে হয় ইন্টারভিউ (Interview)। আর এই ইন্টারভিউতেই পুঁথিগত বিদ্যার পাশাপাশি বিভিন্ন ধরনের বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। তাই সাধারণ জ্ঞান (Knowledge Story) এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে অবগত থাকা উচিত চাকরি প্রার্থীদের।

কেবলমাত্র চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্যই নয় সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কেও জানলে আমাদের নলেজ বাড়ে অনেকগুণ। দেশ বিদেশের মধ্যে ঠিক কী কী পার্থক্য রয়েছে সেগুলি বোঝা যায়। এছাড়াও নানান ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় সহজেই।

সম্প্রতি এক চাকরিপ্রার্থীকে জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের দেশের সবচেয়ে ছোট রাজ্য কোনটি। এই প্রশ্ন শুনেই রীতিমত মাথা ঘুরে গিয়েছিল তাঁর। উত্তরটা কী আপনি জানেন? না জানলে অবশ্যই জেনে নিন। আমাদের দেশেই এমন এক রাজ্য রয়েছে যে রাজ্যটি মাত্র দুটি জেলা নিয়ে গঠিত। সবচেয়ে বড় কথা হলো বর্তমানে ভারতে ইংরেজ শাসন চালাতে না পারলেও এই রাজ্যে কিন্তু আজও যাতায়াত রয়েছে বিদেশিদের। বলা বাহুল্য, ভারতের এই রাজ্যে রয়েছে তাদের রাজত্ব।

আশা করছি উত্তরটা পেয়ে গেছেন। তবুও জানিয়ে রাখি, ভারতের একমাত্র রাজ্য যেটি দুটি জেলা নিয়ে গঠিত সেটি হল ‘গোয়া’ (Goa)। ২টি জেলার নাম উত্তর গোয়া এবং দক্ষিণ গোয়া। এটি হলো ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য। ১৯৬১ সালে এই রাজ্যটি স্বাধীনতা লাভ করলেও গোয়ায় ঘুরতে আসতে ভালোবাসেন বিদেশীরা। বর্তমানে গোয়া পর্যটন স্থল হিসেবেই পরিচিত।