Offbeat

Unknown Facts : কোন পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে ও মাটিতে পড়ার আগে সেই ডিম ফুটে বাচ্চার জন্ম হয়?

Knowledge Story : সরকারি চাকরির ইঁদুর দৌড়ে সামিল হয়েছেন তরুণ প্রজন্ম। অনেকেই দিচ্ছেন একের পর এক পরীক্ষা। আবার অনেকেই খুশি আছেন বেসরকারি চাকরিতে। তবে সরকারি হোক কিংবা বেসরকারি। চাকরি পাওয়ার আগে ইন্টারভিউতে বসতে হয় সকলকেই। আর বর্তমান সময়ে চাকরির ইন্টারভিউতে সাধারণ জ্ঞান (General Knowledge) সম্পর্কে নানান ধরনের প্রশ্ন করা হয় চাকরিপ্রার্থীদের। আসলে তাদের বিভ্রান্ত করার জন্যই এ ধরনের প্রশ্ন করে থাকেন ইন্টারভিউয়াররা।

Humppy নিয়ম করে প্রায় প্রত্যেক দিন নানান ধরনের প্রশ্ন (Knowledge Story) নিয়ে হাজির হয় আপনাদের জন্য। আজকেও চলে এসেছি আমরা, বলুন তো দেখি এমন কোন পাখি আছে যেটি আকাশে উড়তে উড়তে ডিম পাড়ে? এমনকি সেই পাখির ডিম মাটিতে পড়ার আগেই ডিম ফুটে বের হয় বাচ্চা। এই উত্তর দিতে গিয়ে রীতিমতো ঘাবড়ে গিয়েছেন বহু চাকরিপ্রার্থী।

আমাদের আশেপাশে রয়েছে নানান ধরনের পাখি। আবহাওয়া, স্থান এবং জলবায়ুর ওপর নির্ভর করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রজাতির পাখির দেখা পাওয়া যায়। তাদের সকলের রয়েছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য। তবে হাজার হাজার পাখির মাঝেই এমন এক পাখি রয়েছে যার কাহিনী শুনে রীতিমতো অবাক হয়ে যান মানুষ।

আকাশে উড়তে উড়তেই ডিম পাড়ে সেই পাখি। আবার মাটি ছোঁয়ার আগেই নাকি ডিম ফুটে হয়ে যায় বাচ্চা। শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যিই কিন্তু আমাদের পৃথিবীতে এমন এক ধরনের পাখি রয়েছে। বিস্ময়কর সেই পাখির নাম ‘হোমা‘। এই পাখি রেসিং হোমা নামেও পরিচিত। আমাদের দেশে এই পাখি খুব একটা দেখা যায় না বরং বিদেশের আকাশে উড়ে বেড়ায় এগুলি।

অন্যান্য পাখির মতো ডিমে তা দিতে হয় না এই পাখিকে। আকাশে অনেক উঁচুতে উড়তে পারে এই ধরনের পাখি। এমনকি উড়ন্ত অবস্থাতেই পারে ডিম। ডিম ফুটে বাচ্চা বেরিয়ে সেও আবার মায়ের কাছে পৌঁছে যায় উড়তে উড়তে।