Knowledge Story : কোন প্রাণীর বমি কোটি টাকায় বিক্রি হয়? ৯৯% মানুষই জানেন না!
আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ একটি অজানা তথ্য। কোন প্রাণীর বমি কোটি টাকায় বিক্রি হয়? ৯৯% মানুষই জানেন না এর উত্তর! আপনি কি জানেন?

Knowledge Story: চাকরির ইঁদুর দৌড়ে একে অপরকে টেক্কা দিয়ে চলেছেন তরুণ প্রজন্ম। আসলে বর্তমান সময় কলেজের গণ্ডি পেরিয়েই চাকরির সন্ধান শুরু করে দেন সকলেই। সরকারি হোক কিংবা বেসরকারি যে কোনো একটা চাকরি জোটাতে পারলেই হলো এমন মনোভাব নিয়েই নিত্যদিন একের পর এক সংস্থায় ইন্টারভিউ দিয়ে চলেছেন অনেকেই। তবে প্রস্তুতি থাকলেও মিলছে না চাকরি। অভাব কিন্তু পুঁথিগত বিদ্যার নয় বরং সাধারণ জ্ঞানের।
বর্তমান দুনিয়ায় টিকে থাকতে হলে কেবলমাত্র পুঁথিগত বিদ্যা থাকলেই চলবে না। প্রয়োজন সাধারণ জ্ঞানের। একটা সময় আমরা সাধারণ জ্ঞানের বই পড়তাম। তবে বর্তমানে তা হারিয়ে গেছে কালের গর্ভে। আর সে কারণেই সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে হয় না চর্চা। তবে আপনাদের সুবিধার জন্য Humppy.com নিত্যদিন নানান ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়। আজও হলো না তার অন্যথা।
প্রশ্ন দেখেই মাথা ঘুরে গেল নাকি? ভাবছেন এটা কিভাবে সম্ভব? আসলে বর্তমান সময় সবই সম্ভব। আমরা না জানলেও এমন এক প্রাণী আছে যার বমি কিন্তু বিক্রি হয় কোটি টাকায়। এই প্রাণীর বমিকে বলা হয় অ্যাম্বারগ্রিস। ওই প্রাণীর পাকস্থলীতে তৈরি হয় এটি। সময় লাগে এক বছরেরও বেশি। আসলে এই প্রাণী হাজার হাজার স্কুইড খায় আর সেগুলি মাঝেমধ্যেই পাকস্থলী এবং অন্ত্রের মাঝখানে গিয়ে জমা হয়ে যায়।
দীর্ঘদিন এভাবে জমা হওয়ার পর পরিণত হয় অ্যাম্বারগ্রিসে। একটা সময় এটি মুখ দিয়ে বের করে দেয় এই প্রাণী যাকে সাধারণ ভাষায় বলা হয় বমি করে দেওয়া। প্রথমে নরম এবং পিচ্ছিল থাকলেও খুব শীঘ্রই এটি শক্ত হয়ে যায়। সুগন্ধ তৈরিতে ব্যবহৃত হয় অ্যাম্বারগ্রিস। ফলে এটি বাজারে বিক্রি হয় কোটি কোটি টাকায়। এই প্রাণীর নাম হলো ‘তিমি মাছ’। হ্যাঁ ঠিকই দেখছেন, তিমি মাছের বমি বাজারে বিক্রি হয় কোটি কোটি টাকায়। এবার যদি আপনাকে কেউ এই প্রশ্ন করে তাহলে উত্তরটা দিতে ভুলে যাবে না কিন্তু।