OffbeatNews

Unknown Facts : কোনো মহাকাশচারী যদি চাঁদের মাটিতে প্রস্রাব করে তাহলে কী হবে? না জানলে দেখে নিন

চাঁদের মাটিতে প্রস্রাব করলে কী হবে জানেন? রইল বিস্তারিত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি সপ্তাহের বুধবার অর্থাৎ 23 আগস্ট চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ করেছে চন্দ্রযান-3 (Chandrayaan 3) মহাকাশযানের ল্যান্ডার ‘বিক্রম’। আর এইদিন থেকেই শুরু হচ্ছে নতুন এক যুগের সূচনা। চাঁদের মাটি ছোঁয়া চতুর্থ দেশ হিসেবে ইতিহাসের পাতায় নাম উঠেছে ভারতের। আর সেই থেকেই শুরু হয়েছে নানান চর্চা। চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার অবতরণ করার পর থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে 50 বছরের পুরনো ইতিহাস।

14 জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল চন্দ্রযান-3 (Chandrayaan 3)। প্রায় 3 লক্ষ 84 হাজার কিলোমিটার পথ অতিক্রম করে বুধবার সন্ধ্যা 6 টা বেজে 4 মিনিটে চাঁদ মামার বাড়ি পৌছে গিয়েছে বিক্রম। আর তারপরেই গোটা দেশবাসী মেতে উঠেছেন আনন্দ উৎসবে। তবে এসবের মাঝেই মাথাচাড়া দিয়ে উঠল একটি প্রশ্ন। চাঁদের মাটিতে যদি কোনো মহাকাশচারী প্রস্রাব করেন তাহলে কী হবে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

বহু বছর আগের কথা। চাঁদের মাটিতে প্রথমবার পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন। চাঁদে পৌঁছেই প্রথমবার প্রস্রাব করেছিলেন এডউইন অলড্রিন। তবে চাঁদের মাটিতে নয়, স্পেসশ্যুটের মধ্যেই এক বিশেষ থলিতে প্রস্রাব করেছিলেন তিনি। তাঁর বই ‘নো ড্রিম ইজ টু হাই’- তে উল্লেখ রয়েছে সে কথার। আর সেই থেকেই অনেকের মনেই জেগেছে প্রশ্ন। চাঁদের মাটিতে সরাসরি প্রস্রাব করলে কী হবে? বিশেষজ্ঞরা বলছেন, এটা সম্পূর্ণ নির্ভর করছে কোন পরিবেশের মধ্যে রয়েছেন মহাকাশচারী।

গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস মেসেঞ্জারের মতে, চাঁদ এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্যটাই হল মাধ্যাকর্ষণ শক্তি। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর 6 ভাগের এক ভাগ। আর তাই কোনো মহাকাশচারী যদি চাঁদের মাটিতে প্রস্রাব করেন তাহলে আড়াই গুণ দূরে ছিটকে পড়বে সেটি। এমনকি সেখানে বাষ্প বহন করার মতো কোনো বায়ুমণ্ডল না থাকার কারণে নিমেষের মধ্যেই তা পরিণত হবে বাষ্পে।