Unknown Facts : সাপের বিষের রং কি? ৯৯% মানুষই জানেন না!
আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ একটি অজানা তথ্য। সাপের বিষের রং কি? ৯৯% মানুষই জানেন না এর উত্তর! আপনি কি জানেন?

চাকরির সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন বহু তরুণ-তরুণীরা। চাকরির ইঁদুর দৌড়ে রীতিমতো একে অপরকে টেক্কা দিয়ে চলেছেন বর্তমান প্রজন্ম। অনেকেই সরকারি চাকরি পাওয়ার আশায় বসছেন একের পর এক পরীক্ষায়। আবার অনেকেই এইসব ঝামেলায় না গিয়ে বেসরকারি চাকরিতেই খুশি থাকার চেষ্টা করছেন। তবে চাকরি পাওয়ার আগে সকলকেই দিতে হয় ইন্টারভিউ (Interview)। আর এই ইন্টারভিউতেই পুঁথিগত বিদ্যার পাশাপাশি বিভিন্ন ধরনের বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। তাই সাধারণ জ্ঞান (Knowledge Story) এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে অবগত থাকা উচিত চাকরি প্রার্থীদের।
একটা সময় সাধারণ জ্ঞান নিয়ে চর্চা করতাম আমরা সকলেই। তবে বর্তমানে পড়াশুনার চাপে কালের গর্ভে হারিয়ে গেছে সেই সব। আর সে কারণেই চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে সমস্যায় পড়তে হয় তরুণ প্রজন্মকে। তবে চিন্তা নেই, নিত্যদিন আপনাদের কথা চিন্তা করে Humppy.com আপনাদের জন্য নিয়ে আসে নানান ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর। আজও চলে এসেছি আমরা। তাহলে চলুন শুরু করা যাক।
1) কোন ফলের রস দীর্ঘ দিন ভালো থাকে?
উত্তর : কমলালেবুর রস দীর্ঘদিন রেখে দিলেও নষ্ট হয় না।
2) কোন দেশে রয়েছে বিশ্বের বৃহত্তম স্কুল?
উত্তর : বিশ্বের বৃহত্তম স্কুল রয়েছে আমাদের দেশ ভারতে।
3) ভারতের কোন রাজ্যে কোনার্কের সূর্য মন্দির রয়েছে?
উত্তর : ওড়িশায়
4) ভারতের সবচেয়ে উঁচু ভবন কোথায় আছে?
উত্তর : মায়া নগরী মুম্বাইতে রয়েছে ভারতের সবচেয়ে উঁচু ভবন। নাম ওয়ার্ল্ড ওয়ান। এটির উচ্চতা 919 ফুট।
5) কোন মুরগির ডিম নীল রঙের?
উত্তর : নীল রঙের ডিম দেয় এমন মুরগি রয়েছে চিলিতে।
6) আঙুরে কোন ভিটামিন রয়েছে?
উত্তর : ভিটামিন এ।
7) বলুন তো সাপের বিষ কোন রঙের হয়?
উত্তর : সাপের বিষ সাধারণত হলুদ রঙের হয়।