লাল রং দেখলে ষাঁড় এত রেগে যায় কেন? ৯৯% মানুষ বলতে গিয়ে হোঁচট খাবেন

রং মানুষের জীবনকে রঙিন করে তোলে। তবে বেশিরভাগ মানুষের কাছে সবচেয়ে প্রিয় রং হল লাল। মানুষের কাছে এই রংটি পছন্দের হলেও পশুদের কাছে তা কিন্তু একেবারেই নয়। বিশেষত লাল রঙের সঙ্গে ষাঁড়ের শত্রুতার কথা সকলেরই জানা। কিন্তু কেন এই শত্রুতা তা অনেকেই জানেন না। আজকের এই প্রতিবেদনে আমরা সে বিষয়েই বিস্তারিত আলোচনা করবো।
পশুদের মধ্যে যেন নিরীহ স্বভাবের গোরু ঠিক তেমনই আবার ক্ষিপ্ত স্বভাবের হল ষাঁড়। আর এই স্বভাবের জন্যই স্পেনে ষাঁড়কে নিয়ে একটি খেলা হয়। যাকে বলা ম্যাটাডোর। যেখানে একজন মানুষ লাল রঙের কাপড় নিয়ে ষাঁড়ের সামনে দাঁড়িয়ে থাকে। আর সেটা দেখেই ষাঁড় ক্ষিপ্তগতিতে তেড়ে আসে। আর এই খেলা স্পেনে বেশ জনপ্রিয়। তাহলে কি ষাঁড় লাল রং খুবই অপছন্দ করে? যদিও এই নিয়ে রয়েছে ভিন্ন মতামত।
বিজ্ঞানীদের মতে তৃণভোজী প্রানীদের লাল রং গ্রহণ করার ক্ষমতা নেই। তারা শুধু হলুদ, সবুজ, বেগুনি রং দেখতে পারে। লাল রং ওদের কাছে হলুদাভ ধূসর রঙের দেখতে লাগে। তাহলে লাল রঙের কাপড় দেখলে ষাঁড় তেড়ে আসে কেন সেটাই ভাবছেন নিশ্চই? আসলে ওই লাল কাপড় দেখিয়ে তাদের উত্যক্ত করা হয়। এর জন্য আগে থেকেই আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়। লাল রঙের উজ্জ্বলতা এর প্রধান কারণ।
এমনকি বাস্তবেও তাই এই লাল রং দেখলে ষাঁড় রেগে যায়। যদিও এখনও পর্যন্ত এর কোন বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি।