×
OffbeatVideoViral Video

O Saki Saki, খোলামেলা পোশাকে উদ্দাম নাচ দুই সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

কিছু এমন গান থাকে যা শুনলে নিজের থেকেই নাচতে ইচ্ছা হয়। যে অবস্থাতেই থাকা হোক না কেন গান শুনলে মন টা একটু হলেও ভালো হয়। সেরমই নেহা কাক্কর (Neha kakkar)-এর ‘সাকি সাকি’ গানে নেচে ভাইরাল হলেন দুই সুন্দরী যুবতী।

ADVERTISEMENT

খুব জনপ্রিয় এই গান সবার কাছে। সবুজ ও নীল রঙের লেহেঙ্গা ও হাফ হাতা ব্লাউসে দুজনেকেই লাগছে খুব হট। খোলা চুল, চোখে কাজল, কানে বড় বড় কানের দুল এক অন্য মাত্রা দেন করেছে ভিডিওটিতে। গানটি সম্পূর্ণ তারা বেলি ডান্স এর মাধ্যমে করেছে।

জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘টিম নাচ’ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। রেণুকা পাওয়ার (Renuka Power) ও আয়েস কৌর (Ayesh Kaur) নামের দুটি মেয়ে নাচ করেন। এমন বেলি ডান্স করে রীতিমতো সরাসরি সবাইকে চমকে দিয়েছেন।

প্রতিটি গানের কথার সাথে তাদের নাচের ভঙ্গিমা যেন এক অনবদ্য ব্যাপার। শরীরের যে ফেক্সিবিলিটি তারা নাচের মাধ্যমে প্রকাশ করেছেন নেটিযেনদের প্রশংসায় পঞ্চমুখ তারা। এর মধ্যে ষাট লক্ষের বেশি মানুষ ভিডিওটি দেখে নিয়েছেন। প্রচুর কমেন্টের সাহায্যে তাদের কাছে শুভেচ্ছা বার্তা এসে পৌচাচ্ছে। দেখে নিন সেই ভিডিও –

 

 

ADVERTISEMENT

Related Articles