Amber Fort : অনেক হল দীঘা-পুরী! প্রিয় মানুষের হাত ধরে ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে, একবার গেলে পরে যাবেন প্রেমে

ভারতে রাজস্থান রাজ্যে ঘুরে দেখার স্বপ্ন দেখেন বহু মানুষ। বছরের পর বছর নিজেদের সংস্কৃতি ও মর্যাদা রক্ষা করে চলেছে এই রাজ্যটি। মানুষ থেকে মরুভূমি আবার সুন্দর রাজস্থানি খাবার থেকে রাজ ঘরনায় রাত্রি বাস এসব কিছুই পাবেন এই রাজ্যে। এই গরমেও হাজার হাজার মানুষ রাজস্থান যেতে পিছুপা হন না। ভ্রমণ পিপাসুদের কাছে সবথেকে আকর্ষণের স্থান হলো গোলাপি শহর জয়পুরের (Jaipur) অম্বর ফোর্ট (Amber Fort)।
Tour planning for Amber Fort in Jaipur
দুর্গের ইতিহাস – জয়পুরের ১১ কিলোমিটার উত্তরে, আরাবল্লী পর্বতের ‘চিল কা টিলা’ অংশের উপর এই অম্বর দুর্গ (Amber Fort) তৈরী করা হয়েছে। ৯৬৭ খ্রীস্টাব্দে চন্দ্র বংশের রাজা এলান সিংহ প্রথম দুর্গের কাজ শুরু করেন। তবে পরবর্তীতে পুরনো স্থাপনার উপর নতুন করে নির্মাণ শুরু করেন রাজা মান সিংহ।
কি কি দেখবেন – দুর্গের ভিতর প্রচুর মন্দির রয়েছে। সাজানো ফুলের বাগান দেখতে পাবেন যা বছরের পর বছর ধরে কার্যত একই আছে। দুর্গের ঠিক পাশেই রয়েছে মাওতা হ্রদ। দুর্গের মধ্যে হাজার হাজার কাঁচ দিয়ে তৈরী করা হয়েছে শিশ মহল। যেখানে রাজাদের বিশ্রামের জায়গা হিসাবেই ধরা হয়ে থাকে। দুর্গের ভিতরে প্রচুর নকশা করা আছে। কখনও দুই প্রজাপতির মাঝে একটি ফুল, কখনও মাছের লেজ, কখনও পদ্ম কখনও সিংহের লেজ এসব কিছুই দেখতে পাবেন। অম্বর দুর্গের (Amber Fort) মধ্যে গোপন সুড়ঙ্গও রয়েছে।
কিভাবে যাবেন – হাওড়া থেকে জয়পুর যাওয়ার বেশ কয়েকটি ট্রেন ছাড়ে। ২৮-৩০ ঘন্টার মতো সব ট্রেনের সময় লাগে। তা ছাড়াও আপনারা বিমান পথে সরাসরি জয়পুর পৌঁছে যেতে পারবেন। গাড়ি নিয়ে গেলেও রাস্তার সাহায্যে সেখানে পৌঁছানোর ব্যবস্থা আছে।
কোথায় থাকবেন – রাজস্থানে থাকার কোনো অভাব নেই। রাজাদের পুরোনো প্যালেস থেকে সাধারণ হোটেল পেয়ে যাবেন। সিজনে একটু দাম বেশি থাকে কিন্তু অফ সিজনে ভালো হোটেল পেয়ে যাবেন অনেক সস্তায়।
সবশেষে জানিয়ে রাখি রাজস্থান কিন্তু বেশ খরচ সাপেক্ষ। তাই ভারতের অন্য রাজ্যের তুলনায় এখানে গেলে পকেটে বেশ খানিক বেশি টাকা রাখবেন। জয়পুর ঘুরতে দুদিনের জন্য ৫০০০-৭০০০ টাকা খরচ হবেই।