Travel : আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! মনের মানুষের সাথে ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

Travel : ভারতের সবথেকে উষ্ণ রাজ্য রাজস্থান (Rajasthan)। সাড়া বছর কার্যত এই রাজ্যের তাপমাত্রা থাকে সবথেকে বেশি। বালির এই রাজ্যে মরুভূমি থেকে রাজাদের রাজ ঘরানা এখনও সবকিছুই বর্তমান। যে কারণে সকলে এখানে ঘুরতে (Travel) যেতে ভালোবাসেন। তবে সমস্যা একটাই রাজস্থান এত বড়ো রাজ্য তাই অল্প সময়ে সবটা ঘুরে (Travel) দেখা সম্ভব নয়। কিন্তু আপনাদের যদি বলি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম প্রাচীর যুক্ত দুর্গ দেখতে যাবেন নাকি? হ্যাঁ আজকের প্রতিবেদনের মধ্যে দিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাবো কুম্ভলগড় দুর্গ (Kumbhalgarh Fort)।
Travel To Kumbhalgarh Fort
- অবস্থান – পশ্চিম ভারতে রাজস্থানের উদয়পুরের (Udaipur) কাছে রাজসামান্ড জেলায় আরাবল্লি পর্বতমালায় অবস্থিত একটি মেবার দুর্গ। এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্গত রাজস্থানের পাহাড়ী দুর্গগুলির অন্যতম।
- ইতিহাস – ১৫শ শতাব্দীতে রানা কুম্ভ দ্বারা এই দুর্গ, মেবারের বীর যোদ্ধা ও শাসক রানা প্রতাপের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। জনসাধারণের উদ্দেশ্যে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় কিছুক্ষনের জন্য খুলে দেওয়া হয় ও আলোকসজ্জায় সজ্জিত হয়।
- কি কি দেখবেন – কুম্ভলগড় দুর্গের কুম্ভা প্রাসাদটি তৈরী হয়েছে দুর্দান্ত নতুনত্ব পদ্ধতি ও ডিজাইনের মাধ্যমে। দুর্গটি এত বছরের পুরোনো হলেও তা আপনি এক মুহূর্তের জন্য বুঝতে পারবেন না। এই প্রাসাদে দুটি ভাগ আছে অর্থাৎ পুরুষদের জন্য মারদানা প্রাসাদ ও মহিলাদের জন্য জানানা প্রাসাদ।
বাদল প্রাসাদ বা মেঘের প্রাসাদটি, এই দুর্গের সবথেকে উঁচুতে অবস্থান করে সেই কারণে এই প্রাসাদটিকে নাম দেওয়া হয়েছে মেঘের প্রাসাদ। নীলকন্ঠ মহাদেব মন্দিরের সৌন্দর্য ও পরিপূর্ণতায় আছন্ন। রানা কুম্ভ ভগবান শিবের ভক্ত ছিলেন যে কারণে এই মন্দির স্থাপন করেছিলেন। ভিতরে পার্শ্বনাথ জৈন মন্দির আছে। সবথেকে উল্লেখ্য, এই দুর্গের ৩৬ কিমি জুড়ে বিস্তৃত ও ১৫ মিটার উঁচু লম্বা প্রাচীর ‘বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম প্রাচীর’ হিসাবে স্থান পেয়েছে।
- কিভাবে যাবেন – শুধু এই দুর্গ ঘুরতে (Travel) চাইলে ট্রেনে কিংবা বিমানে পৌঁছে যান উদয়পুর। সেখান থেকে এক বাসে আপনি উদয়পুরের কাছে রাজসামান্ড জেলায় অবস্থিত এই কুম্ভলগড় দুর্গে পৌঁছে যাবেন।
View this post on Instagram
- থাকা ও খরচ – দুর্গের আশেপাশে কোনো থাকার জায়গা নেই। তাই আপনাকে উদয়পুরের কাছেই থাকবে হবে। রাজস্থান ঘোরার জন্য প্রায় আপনি ১০০০০ টাকা বাজেট মাথাপিছু ধরেই এগোতে পারবেন।