
Advertisements
Travel : রাজস্থান রাজ্যটি পুরোপুরি মন্দির ও দুর্গে ভরা। যে কারণেই সবথেকে বেশি ইতিহাস জুড়ে আছে সেই রাজ্যে। লক্ষ লক্ষ মানুষ সেসব ইতিহাস নিজের চোখে চাক্ষুস করবেন বলেই সেই রাজ্যে পাড়ি দেন। বেশ দামি ও ভয়াবহ গরমের এই স্থানে এক মুহূর্তের জন্য যেতে পিছনে হননা ভ্রমণ (Travel) পিপাসুরা। আজ তেমনই আপনাদের রাজস্থানের (Rajasthan) বিখ্যাত মন্দির সম্পর্কে অজানা তথ্য জানাতে হাজির হয়েছি।
Travel Guide For Dilwara Jain Temple
- জায়গার নাম – দিলওয়ারা জৈন মন্দির (Dilwara Jain Temple)
- অবস্থান – মাউন্ট আবু যা রাজস্থানের একমাত্র শৈল স্টেশন সেখান থেকে ২.৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জৈন শ্বেতাম্বর মন্দির।
- ইতিহাস – ঢোলকার জৈন মন্ত্রী বাস্তুপালের আর্থিক সহয়তায়, বিমল শাহ নির্মাণ করেছিলেন এমনটাই মনে করা হয়। এটি খুব খাঁটি সাদা মার্বেল এবং জটিল খোদাই শিল্পের জন্য বিখ্যাত।
- এখানে বিশেষ দৃশ্য – বনাঞ্চল ঘেরা পাহাড়ের মাঝে মন্দির দালানটি অবস্থিত। দিলওয়ারা মন্দির আসলে পাঁচ জন জৈন সন্ত বা তীর্থঙ্করের উদ্দেশে নিবেদিত। এঁরা হলেন আদিনাথ, নেমিনাথ, মহাবীর, ঋষভদেব ও পার্শ্বনাথ। মন্দিরগুলির স্তম্ভ ও উপরের ছাদ-সহ ঝোলানো ঝাড়, সবই সূক্ষ্ম ভাবে শ্বেত মার্বেল পাথরের নিপুণ কাজের ঐতিহ্য বহন করে চলেছে বছরের পর বছর। পাঁচটি ধাতুর সংমিশ্রণে তৈরি তীর্থঙ্কর ঋষভদেবের বিশাল মূর্তিটি মন্দিরের ভিতরেই রাখা আছে।
- মন্দির খোলার সময় – জৈনদের জন্যে এই মন্দির সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে। অন্যান্য ধর্মের দর্শনার্থীদের জন্যে বেলা ১২টা থেকে বিকাল ৪টে পর্যন্ত খোলা থাকে।
View this post on Instagram
- থাকা ও খাওয়া – এই মন্দির কিংবা মাউন্ট আবুতে কোনো থাকার জায়গা নেই। আপনাকে গাড়ি করে সেই মন্দির দর্শন করে কাছের শহর উদয়পুড়ে ফিরে আষ্টে হবে ও সেখানেয় রাত কাটাবেন। প্রতিদিন থাকা ও খাওয়া বাবদ আপনার ২০০০ টাকা মতো খরচ হবে।