×
Offbeat

আর নয় দীঘা-পুরী! শীতে অবশ্যই ঘুরে আসুন অরণ্য, পাহাড় ও নদীতে ঘেরা এই জায়গা থেকে

শীতের মধ্যে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন? দীঘা পুরী দার্জিলিং ছাড়া অন্য কোন জায়গার কথা ভাবছেন? আপনার জন্য সবচেয়ে ভালো হবে পুরুলিয়া। পুরুলিয়ার বিখ্যাত অযোধ্যা পাহাড়ে ঘুরে আসতে পারেন। এখানে শুধুই যে পাহাড় আছে তা কিন্তু নয়। এই অঞ্চলে বেশ কয়েকটি নদী আছে। এই নদীগুলিকে কেন্দ্র করে একটা চমৎকার বাঁধের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে এই এলাকার মানুষের অনেক সুবিধা হয়।

আর নয় দীঘা-পুরী! শীতে অবশ্যই ঘুরে আসুন অরণ্য, পাহাড় ও নদীতে ঘেরা এই জায়গা থেকে -

অযোধ্যা পাহাড়কে ঘিরে বয়ে চলা সুবর্ণরেখা-কংসাবতী-দ্বারকেশ্বর নদীর উপর বেশ কয়েকটি বাঁধ। এই বাঁধগুলি কিন্তু অসম্ভব সুন্দর। এর সৌন্দর্য উপভোগ করতে আপনি এই অঞ্চলে যেতে পারেন। এই জায়গা আস্তে আস্তে পর্যটন ক্ষেত্র হয়ে উঠছে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত দুটি ড্যাম বা বাঁধ হল আপার ড্যাম ও লোয়ার ড্যাম।

আর নয় দীঘা-পুরী! শীতে অবশ্যই ঘুরে আসুন অরণ্য, পাহাড় ও নদীতে ঘেরা এই জায়গা থেকে -

আপার ড্যামে যে জল সঞ্চয় করে রাখা হয় সেই জলে টারবাইন চালিয়ে বিদ্যুৎ তৈরি হয়। এই জলই পরে পৌঁছে যায় লোয়ার ড্যামে। আপার ড্যামে ফটো তোলার উপর নিষেধাজ্ঞা আছে। তা সত্ত্বেও শীত পড়তেই পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে পুরুলিয়া।

আর নয় দীঘা-পুরী! শীতে অবশ্যই ঘুরে আসুন অরণ্য, পাহাড় ও নদীতে ঘেরা এই জায়গা থেকে -

এখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। একদিকে ঘন অরণ্য এবং অন্যদিকে পাথরের বাঁধের মাঝখান দিয়ে চলে গেছে সুন্দর চওড়া রাস্তা। অযোধ্যা পাহাড়ের ওঠার রাস্তাতেই পড়বে এই দুটি ড্যাম। পিকনিক স্পট হিসেবে উপযুক্ত এই জায়গা দুটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। কলকাতা থেকে খুব বেশি দূরে নয় এই যায়গা। একদিনের ছুটিতে ঘুরে যেতে পারেন এখান থেকে। নিশ্চিতভাবেই মন ভালো হয়ে যাবে এখানে এলে।

আর নয় দীঘা-পুরী! শীতে অবশ্যই ঘুরে আসুন অরণ্য, পাহাড় ও নদীতে ঘেরা এই জায়গা থেকে -