×
Offbeat

আর নয় একঘেয়ে দীঘা পুরী, প্রিয় মানুষটির সাথে মধুচন্দ্রিমায় ঘুরে আসুন এই জায়গা থেকে

নতুন বিয়ে করেছেন মানে মধুচন্দ্রিমার তো যেতেই হবে। আর বাড়ির বড়োরা আগেই বলে দিয়েছিলেন কোনো তীর্থ স্থানে গিয়ে প্রথমবার মাথা ঠুকতে হবে। তবে আপনার ইচ্ছা ছিল গোয়ায় গিয়ে একান্তে সময় কাটানো সেটা ভেস্তে গেল। চিন্তা করবেন না ইতিহাসে মোড়া ও রোমাঞ্চ ভরা একসঙ্গে পাহাড়, সমুদ্র ও মন্দিরের এমন জায়গার হদিশ দেবো আপনাকে যা আগে কোনোদিন ভাবেননি। দক্ষিণ ভারতের দুর্দান্ত সুন্দর একটি জায়গা সম্পর্কে জানাবো আজ আপনাদের।

আর নয় একঘেয়ে দীঘা পুরী, প্রিয় মানুষটির সাথে মধুচন্দ্রিমায় ঘুরে আসুন এই জায়গা থেকে -

দক্ষিণে ভারতের বহু প্রাচীন বন্দর শহর হল ‘বিশাখাপত্তনম’। তবে বেশিরভাগ মানুষের এই জায়গা ‘ভাইজ়াগ’ নামেই চিনে থাকেন। হাওড়া থেকে ট্রেনে আপনি সরাসরি বিশাখাপত্তনম পৌঁছে যেতে পারবেন। সেক্ষেত্রে সময় লাগবে ১৫ ঘণ্টার মতো। স্টেশন থেকে অটো করে বিচে পৌঁছতে সময় লাগে আধ ঘণ্টা। তাছাড়াও প্লেনে করে কলকাতা থেকে বিশাখাপত্তনম পৌঁছে যেতে পারবেন মাত্র ঘন্টা দুয়েকের মধ্যেই।

আর নয় একঘেয়ে দীঘা পুরী, প্রিয় মানুষটির সাথে মধুচন্দ্রিমায় ঘুরে আসুন এই জায়গা থেকে -

অন্ধ্রপ্রদেশ পর্যটন বিভাগের বেশ কিছু নিজস্ব হোটেল আছে সেখানে উঠতে পারেন। তা ছাড়াও ঋষিকোন্ডা ও রামকৃষ্ণ বিচের পাশেই এখন ফাইভ স্টার হোটেল গড়ে উঠেছে যা আপনার মধুচন্দ্রিমায় যোগ করবে এক আলাদা রসদ। পূর্বঘাট পর্বতমালার ঢালে অবস্থিত ঋষিকোন্ডা, নির্জন সৈকত দেখতে পারবেন দুজনে। তারপরেই চলে যাবেন রামকৃষ্ণ বিচ এবং ভীমা বিচ এর ধারে। সাবমেরিন আইএনএস কুরোসওয়া দেখতে পারবেন যার মধ্যে ঢুকলে যেন মনে হবে পৃথিবীর এক অন্য প্রান্তে এসেছেন।

আর নয় একঘেয়ে দীঘা পুরী, প্রিয় মানুষটির সাথে মধুচন্দ্রিমায় ঘুরে আসুন এই জায়গা থেকে -

টিকিট কেটে মৎসদর্শিনী বিশেষ মিউজিয়াম দেখতে পারবেন। সমুদ্রের তলদেশে থাকা জানা-অজানা নানা রকম মাছেদের নিয়ে তৈরি করা হয়েছে মিউজিয়াম। সম্পূর্ণ রোপওয়ে করে পাহাড়ের উপর অবস্থিত কৈলাসগিরি মন্দিড়ে দুজনে মিলে পুজো দিয়ে আসতে পারবেন। চুনাপাথরের তৈরী ঝর্ণা ও গুহা দেখলে আর ফিরতে ইচ্ছে করবে না। সাইড সিন দেখার পথেই আরাকু ভ্যালি তো যাবেনই তবে তার সাথেই আদিবাসী সংগ্রহশালা দেখতে ভুলবেন না। সব মিলিয়ে বিশাখাপত্তনমে আপনাদের মধুচন্দ্রিমা কতটা রোমাঞ্চ ও মধুর হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।