Advertisement
Offbeat

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন জঙ্গলে ঘেরা কাছের এই জায়গা থেকে

Advertisement
Advertisements

ভ্রমণ পিপাসুরা যখন তখন ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে ভালোবাসেন। তবে পকেটের দিকেও যে খেয়াল রাখতে হবে তা ভুললে চলবে না। অল্প খরচে কি দুর্দান্ত একটি অজানা জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা করছে? হ্যাঁ একদমই অল্প এই ধরুন মাথা পিছু ২০০০ টাকার মতো খরচ হবে। দুর্দান্ত জায়গাটির সম্পর্কে আগে আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দেওয়া যাক তারপরে নিশ্চয়ই হয়তো যাওয়ার ইচ্ছা এমনিতেই হয়ে যাবে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন জঙ্গলে ঘেরা কাছের এই জায়গা থেকে

Advertisements

অসাধারণ দৃশ্যতে ঘেরা এই জায়গাটির নাম বনলতা রিসর্ট। কলকাতা থেকে দুই নম্বর স্টেট হাইওয়ে ধরে চার-পাঁচ ঘন্টায় পৌঁছে যাবেন বাঁকুড়ার জয়পুর জঙ্গলে (Joypur Forest)। সেই জঙ্গলেরই কাছাকাছি রয়েছে এই বনলতা রিসর্ট (Banalata Resort)। সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি এই রিসর্ট কৃত্রিমভাবে সাজানো হয়েছে গ্রামের আদলে। পুরো পরিবার নিয়ে এখানে ঘুরতেই কিন্তু বেশি ভালো লাগবে আপনার।

Advertisements

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন জঙ্গলে ঘেরা কাছের এই জায়গা থেকে

ইমু, কোয়েল, টার্কি, হাঁস, মুরগি এই সবকিছুই লাঞ্চ কিংবা ডিনারে চেখে দেখতে পারবেন। এখানের শাক সবজি থেকে মাছ সবকিছুই চাষ হয় বনলতা রিসর্ট এর মধ্যে। বাঙালি-চাইনিজ-মোগলাই সব ধরনের খাবার এখানে পাওয়া যাবে। তবে এখানকার স্পেশাল খাবারে কিন্তু বনমুরগির কষা মাংস আছে যা অবশ্যই একবার চেখে দেখতে হবে আপনাকে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন জঙ্গলে ঘেরা কাছের এই জায়গা থেকে

ডাবল বেড রুমের ভাড়া ২,২০০ টাকা থেকে শুরু হয়। এছাড়াও তিন ধরনের কটেজ রয়েছে। কটেজ গুলির ভাড়া ৬,৭২০-১১,৮০০ টাকা পর্যন্ত। তবে খাওয়া কিন্তু আপনাকে আলাদা বলতে হবে। জঙ্গল সাফারি করার সুযোগ পাবেন এখানে থেকে। আর খুব কাছেই তো আছে বিষ্ণুপুর। অবশ্যই ইতিহাস মন্ডিত ‘পিয়ারডোবা এয়ারফিল্ড’ দেখতে ভুলবেন না যেন।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন জঙ্গলে ঘেরা কাছের এই জায়গা থেকে