×
Offbeat

আর নয় একঘেয়ে দীঘা পুরী! প্রিয় মানুষের সাথে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে

মনের মানুষটিকে নিয়ে ঘুরতে যাবে ভাবছেন তবে অফিসের ছুটি তেমন নেই। আবার সমুদ্র নয় বরং পাহাড় দেখার ইচ্ছে জেগেছে মনে তার জন্য সম্পূর্ণ নতুন অফবিট জায়গার সন্ধান করছেন। পাহাড়ের শান্ত, নিরিবিলি পরিবেশ উপভোগ করতে চায় সকলেই। তবে পাহাড়ে ঘুরতে একটু বেশি অর্থ খরচ হয়ে যায়। চিন্তা নেই আজ সেই কারণেই এমন একটি জায়গার কথা আপনাদের জানাবো যেখানে সামান্য অর্থের বিনিময়েই ঘুরে আসতে পারবেন।

আর নয় একঘেয়ে দীঘা পুরী! প্রিয় মানুষের সাথে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে -

দার্জিলিংয়ের খুব কাছেই ছোট্ট একটি গ্রাম হলো ‘রাঙ্গারুন’। শান্ত নিরিবিলি এই গ্রামে খুব সুন্দরভাবে প্রকৃতিকে উপভোগ করা যাবে। কলকাতা থেকে ট্রেনে চেপে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি জংশনে নামতে হবে। প্রথমে গাড়িতে আপনাকে জোড় ভাঙলো নামক একটি স্থানে পৌঁছাতে হবে। সেখান থেকে আবার এক গাড়িতে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ১৫ মিনিট গেলেই পৌঁছে যাবেন গন্তব্য অর্থাৎ রাঙ্গারুন গ্রামে।

আর নয় একঘেয়ে দীঘা পুরী! প্রিয় মানুষের সাথে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে -

রাঙ্গারুন ট্রেকার্স হাট নামক রিসোর্টে আগে থেকেই থাকার ব্যবস্থা করে রাখতে পারেন। তা ছাড়াও সেখানে ছোট ছোট বিভিন্ন কটেজ আছে। বাঙালি ও স্থানীয় সব ধরণের খাবার আপনারা পেয়ে যাবেন সেখানে। এই গ্রাম থেকে দার্জিলিংয়ের পাহাড় ও পিছনে কাঞ্চনঙ্ঘা স্পষ্ট দেখা যায়। রাঙ্গুন টি এস্টেট ঘুরে দেখবেন যার সম্পূর্ণ পৃথিবীতে নাম ছড়িয়ে আছে। সেখানে চা বাগানে শ্রমিকরা কিভাবে কাজ করে নিজে চোখেই দেখতে পারবেন। অনেক মানুষ জঙ্গলে ট্রেক করতেও যান।

আর নয় একঘেয়ে দীঘা পুরী! প্রিয় মানুষের সাথে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে -

এই গ্রাম থেকে নাম্থিন পোখরী, আহালদারা, মহলদিরাম, সিটং এর মতো জায়গা গুলিতে ঘুরতে যেতে পারবেন। এই সময়টা এখানের পরিবেশ খুব সুন্দর থাকে। বৃষ্টির সময়ও আপনি যেতে পারেন রাঙ্গারুনে। মাথাপিছু দিনে ১২৫০-১৫০০ টাকা খরচ হবে এখানে। সস্তায় ও প্রিয়জনের সাথে সুন্দর একটা সময় কাটানোর এর থেকে হয়তো ভালো জায়গা কিছু হতে পারে না।

আর নয় একঘেয়ে দীঘা পুরী! প্রিয় মানুষের সাথে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে -