×
Offbeat

আর নয় একঘেয়ে দীঘা পুরী! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কাছের এই হানিমুন ডেস্টিনেশনে

বিয়ে মানেই কিন্তু প্রচুর খরচ হবেই। আবার বিয়ের পরে বউকে সাথে করে মধুচন্দ্রিমায় না নিয়ে গেলে কেলেঙ্কারি তো বটেই। তবে পকেটের যা অবস্থা ভারতের বাইরে অন্য দেশে পাড়ি দিলে অবস্থা বেশ শোচনীয় হয়ে যাবে। আহা এত চিন্তার কারণ নেই আমাদের প্রতিবেদন হদিশ হচ্ছে এমনই কিছু সাধ্যের মধ্যে দুর্দান্ত জায়গার যেখানে না গেলে আপনি চরম মিস করবেন –

আর নয় একঘেয়ে দীঘা পুরী! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কাছের এই হানিমুন ডেস্টিনেশনে -

১) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ- ভারতের খুব কাছেই বিলাসবহুল ও দুর্দান্ত এই জায়গাটির নাম কারোর অজানা নয়। ছোট এই দ্বীপ হানিমুন সারার পারফেক্ট একটা ডেস্টিনেশন। নীল জলের ধারে বিচের মধ্যে বসে রোদ পোহানো আবার সুন্দর সমুদ্রের ঢেউয়ে নিজের শরীর স্নান করার মজাই আলাদা। পার্টনারের সাথে একাকিত্বে ও দুর্দান্ত সময় কাটাতে আপনার উপযুক্ত গন্তব্যস্থল হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

আর নয় একঘেয়ে দীঘা পুরী! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কাছের এই হানিমুন ডেস্টিনেশনে -

২) আলেপ্পি- দক্ষিণ ভারত অর্থাৎ কেরালার আলেপ্পিকে প্রাচ্যের ভেনিস বলা হয় তা সবাই জানেন মোটামুটি। তার ব্যাক ওয়াটারে শিকারা বা হাউসবোটে ভাসতে ভাসতে কিন্তু সেটা বুঝে নেওয়া সম্ভব হবে। দুর্দান্ত রোমান্টিক ফিল আছে এই জায়গায়। আলেপ্পি প্রধানত একটি সমুদ্র শহর তাই যারা সমুদ্র ভালোবাসেন চোখ বুঝে এখানে যেতে পারেন।

আর নয় একঘেয়ে দীঘা পুরী! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কাছের এই হানিমুন ডেস্টিনেশনে -

৩) সিকিম- বাজেট একটু কম ও সস্তায় সবথেকে সুন্দর হানিমুন সারতে চাইলে আপনাকে যেতেই হবে সিকিম। তবে মূল আকর্ষণ লুকিয়ে আছে রাজ্যের রাজধানী শহর গ্যাংটকে। শহরটি পাহাড়ের গায়ে ধাপে ধাপে গড়ে উঠেছে। রুমটেক মনাস্ট্রি, রাঙ্কা মনাস্ট্রি, এন্‌চে মনাস্ট্রি, চোগিয়াল রাজবাড়ি, ইনস্টিটিউট অব টিবেটোলজি, ডিয়ার পার্ক, বন্‌ঝাকরি ঝর্না, ফ্যামবং-লো অভয়ারণ্য, হিমালয়ান জুলজিক্যাল পার্ক, তাশি ভিউ পয়েন্ট, হনুমান টক ইত্যাদি প্রচুর স্থান দেখে নিতে পারেন। আর সময় যদি ভালো থাকে বরফের সাথে সাক্ষাৎ হওয়া সময়ের অপেক্ষা।

আর নয় একঘেয়ে দীঘা পুরী! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কাছের এই হানিমুন ডেস্টিনেশনে -

৪) কুর্গ- পশ্চিমঘাট পর্বতের ঢালে কোদাগু জেলায় পাহাড়-ঘেরা জায়গার নাম হলো কুর্গ। সবুজ গাছ ও নিচে কাবেরী নদীর স্পন্দন যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। শুনে কাশ্মীর বা উত্তর ভারত মনে হলেও এটা কিন্তু কর্নাটকে অবস্থিত। উঁচু-নিচু পাহাড়, আঁকাবাঁকা পথ, বিরামহীন ছোট-ছোট ঝরনা, নদী, একরের পর একর জমিতে কফি চাষ যেন আপনার হানিমুন করে তুলবে আরও চমকপ্রদ।

আর নয় একঘেয়ে দীঘা পুরী! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কাছের এই হানিমুন ডেস্টিনেশনে -

৫) শ্রীনগর- নাম শুনলেই যেন প্রাণখানা জুড়িয়ে ওঠে যে কোনো মানুষের। দুর্দান্ত নীল আকাশ, হিমবাহ অমানবিক প্রত্যাবর্তন, বরফে মোড়া সাদা পাহাড় এ যেন সিনেমায় দেখা ছবির মতো। কাশ্মীরের শ্রীনগর শহর থেকে ৮৭ কিলোমিটার উত্তর-পূর্বে এক মোহময়ী উপত্যকার নাম সোনমার্গ। যার আক্ষরিক অর্থ, সোনায় মোড়া তৃণভূমি। আপনি চাইলে সেখানেই নতুন জীবন সঙ্গীকে নিয়ে থাকতেই পারেন।