Offbeat

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং! স্বল্প খরচে অবশ্যই ঘুরে আসুন কাছের এই ৫টি জায়গা থেকে

Advertisement
Advertisements

সংসারের খরচ, মা-বাবার ওষুধ খরচ ও তার সাথেই অন্যান্য খরচ তো প্রতিমাসে লেগেই আছে। এসব কিছু সামলে ঘুরতে যাওয়া সাধারণ মানুষের কিন্তু বেশ কষ্টকর তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু জানেন কি যদি পকেটে মাত্র ৫০০০ টাকা থাকে তাহলেই আপনি ঘুরে আসতে পারবেন ভারতের সবথেকে সুন্দর পাঁচটি জায়গা থেকে। নিশ্চয়ই এবার জানতে চাইছেন সেই পাঁচটি জায়গা সম্পর্কে। চলুন তাহলে আপনাদের এই প্রতিবেদনে জানিয়েদি ৫০০০ টাকায় ভারতের কোন পাঁচটি জায়গায় আপনি ঘুরতে পারবেন –

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং! স্বল্প খরচে অবশ্যই ঘুরে আসুন কাছের এই ৫টি জায়গা থেকে

১) হৃষিকেশ –

কলকাতা থেকে দিল্লির টিকিট যাত্রার অনেক আগে কেটে রাখলে ৭০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। দিল্লি থেকে ঋষিকেশ যাওয়ার বাসের টিকিট মিলবে ৫০০ টাকার মধ্যে। ছোট হোটেল কিংবা অনেক আশ্রম আছে যেখানে অল্প টাকায় কিংবা সম্পূর্ণ বিনামূল্যে থাকার ব্যবস্থা আছে। ফলে ৫০০০ টাকার মধ্যে খুব ভালো করে আপনি হৃষিকেশ ঘুরতে পারবেন।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং! স্বল্প খরচে অবশ্যই ঘুরে আসুন কাছের এই ৫টি জায়গা থেকে

২) মানালি –

হাওড়া থেকে ট্রেনে চন্ডিগড় ও সেখান থেকে বাসে মানালি পৌঁছাতে খুব বেশি হলে ১৫০০ টাকা খরচ হবে। সেখানে একদম স্বল্প দামের হোটেল নিলে দুটো রাত খুব ভালো করে কাটাতে পারবেন। ফেরার সময়ও যদি ১৫০০ টাকা ধরা হয় তাহলে বাকি ২০০০ টাকা দিয়ে আপনি মানালি খুব ভালো করে ঘুরে আসতে পারবেন।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং! স্বল্প খরচে অবশ্যই ঘুরে আসুন কাছের এই ৫টি জায়গা থেকে

৩) বারাণসী –

বেনারস ঘুড়ে দেখার ইচ্ছা সকল ভারতবাসীর আছে। এমন জায়গায় ঘুরতে গেলে যদিও খরচ হবে খুব স্বল্প। বেনারসে থাকার জন্য বিভিন্ন আশ্রম কিংবা অল্প দামের হোটেল আছে। থাকা-খাওয়ার খরচ দিনে মাথাপিছু ৩০০ টাকার মধ্যে। কলকাতা থেকে বেনারসি ট্রেন খরচ ৫০০ টাকার মধ্যে। তাহলে পাঁচদিন খুব সহজেই ঘুরতে পারবেন।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং! স্বল্প খরচে অবশ্যই ঘুরে আসুন কাছের এই ৫টি জায়গা থেকে

৪) গোয়া –

ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা এই গোয়া। তবে খরচের ভয়ে অনেকেই যেতে চান না এখানে। ট্রেনে ৮০০ টাকার মধ্যেই গোয়া চলে যেতে পারবেন। হোটেল ও খাওয়া দিয়ে ১০০০ টাকা মতো খরচ হবে প্রতিদিন। তিন দিন থেকে গোয়া ঘুরে আমি অনায়েসেই ফিরে আসতে পারবেন।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং! স্বল্প খরচে অবশ্যই ঘুরে আসুন কাছের এই ৫টি জায়গা থেকে

৫) মুসৌরি –

কলকাতা থেকে দিল্লির টিকিট সময় পিছু ৭০০ টাকা। সেখান থেকে বাসে মুসৌরি পৌঁছতে খরচ পড়বে ৬০০ টাকার মতো। দুদিন হোটেলে থাকলে থাকা খাওয়া মিলিয়ে খরচ আরও ৩০০০ টাকার আশেপাশে। বাকি টাকা দিয়ে আপনি কলকাতা ফিরে আসতে পারবেন। তাহলে ৫০০০ টাকায় অনায়েসেই এই সুন্দর শহরটি ঘুরে দেখতে পাবেন।