×
Offbeat

ভারতের সবচেয়ে সুন্দর ৫টি উপত্যকা, একবার ঘুরতে গেলেই পড়ে যাবেন প্রেমে

বাড়িতে সুন্দর ফুলের বাগান করার শখ থাকে বহু মানুষের। সেই শখ পূরণ করার জন্য অনেকেই নগণ করেন। তবে যাদের বাড়িতে ফুলের বাগান নেই তারা কি সুন্দর এই ফুল দেখবেন না? নিশ্চয়ই দেখবেন তবে অন্য ভাবে। ভ্রমণ পিপাসুরা পাহাড়ের কোলে অবস্থিত উপত্যকার সৌন্দর্য্য দেখতে ব্যস্ত থাকেন। যেখানে আপনি মুখোমুখি হতে পারেন বিশ্বের মনোরম দৃশ্যের সঙ্গে, যার সৌন্দর্য্য শব্দে বর্ণনা করা কঠিন।

আজ তেমনই কয়েকটি এমন উপত্যকার কথা বলবো যেখানে আপনি মনোরম ফুলের সন্ধান পাবেন। আর এই কয়টি বিশেষ জায়গা কিন্তু আমাদের দেশেই অবস্থিত। তাহলে চলুন দেখে নেওয়া যাক –

ভারতের সবচেয়ে সুন্দর ৫টি উপত্যকা, একবার ঘুরতে গেলেই পড়ে যাবেন প্রেমে -

১) মহারাষ্ট্রর সাতারা জেলার কাস প্লেটিউ দারুণ সৌন্দর্যে ঘেরা। কাস ফুলের নাম অনুসারে এখানকার নাম হয়েছে। প্রচুর নতুনত্ব ও বিরল প্রজাতির ফুল এখানে দেখতে পাওয়া যায়।

ভারতের সবচেয়ে সুন্দর ৫টি উপত্যকা, একবার ঘুরতে গেলেই পড়ে যাবেন প্রেমে -

২) নাগাল্যান্ড মণিপুর বর্ডারের পাশে জুকাও ভ্যালি কমের্সিয়ালিজেশন দারুণ জায়গা। গোটা বিশ্বের মধ্যে লিলির একটা দুর্লভ প্রজাতির শুধু এখানেই পাওয়া যায়।

ভারতের সবচেয়ে সুন্দর ৫টি উপত্যকা, একবার ঘুরতে গেলেই পড়ে যাবেন প্রেমে -

৩) লাচুং গ্রামে অবস্থিত ইয়ুমথাং ভ্যালির কথা সবাই জানেন। দুর্দান্ত সবুজের মধ্যে রং বেরঙের অজানা ফুলে আপনার মন গোলতে বাধ্য।

ভারতের সবচেয়ে সুন্দর ৫টি উপত্যকা, একবার ঘুরতে গেলেই পড়ে যাবেন প্রেমে -

৪) উত্তরাখণ্ডের ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ এর কথা না বললেই নয়। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসেন। মরশুমের এই সময়েই ‘ফুল ব্লুম’ অবস্থায় থাকে দুলের উপত্যকা তাই তার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না।

ভারতের সবচেয়ে সুন্দর ৫টি উপত্যকা, একবার ঘুরতে গেলেই পড়ে যাবেন প্রেমে -

৫) শ্রীনগরের জাবারওয়ান যা এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন। ২০০৮ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ এই বাগানটি উদ্বোধন করেছিলেন। প্রত্যেক বছরই বিভিন্ন ফুলের সম্ভার মুগ্ধ করে দর্শকদের।