আর নয় একঘেয়ে দীঘা-পুরী! অল্প খরচে অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে

মন বারংবার ছুটে যেতে চায় পাহাড়ের কাছে। কিন্তু অফিসের কাজ ও পরিবারের চাপে সেই ইচ্ছা পূরণ করা কঠিন হয়ে উঠছে। আজকের গন্তব্য কিন্তু সবার জানা একটি জায়গা। পশ্চিমবঙ্গের একটি শৈল শহর ও পর্যটন কেন্দ্র হলো ‘শিলিগুড়ি’। তবে বিখ্যাত এই শহরটি দার্জিলিং জেলার অন্তর্গত। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি গামী যে কোনো ট্রেন ধরলেই এক রাতে পৌঁছে যাবেন সেখানে।
আবার শিলিগুড়ি থেকে মাত্র ১৯ কিমি দূরে অবস্থিত সবথেকে কাছের বিমানবন্দর হলো বাগডোগরা। আপনি চাইলে সড়কপথেও শিলিগুড়ি যেতে পারেন। প্রচুর হোটেল ও রিসর্ট আছে। আগে থেকেই অনলাইনে বুকিং করে রাখতে পারেন। অবশ্যই সেখানে গেলে টয় ট্রেন চড়ে আশেপাশ ঘুরতে ভুলবেন না কিন্তু। সম্পূর্ণ নতুনত্ব অভিজ্ঞতার সাক্ষী থাকবেন আপনারা।
প্রথমদিন থেকে কাছের কিছু স্পট যেমন মিরিক, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, হংকং বাজার, কালিঝোরা দেখে নিতে পারেন। তারপর একটা দিনের জন্য সম্পূর্ণ রাখতে পারেন জলদাপাড়া-গরুমারা অভয়ারণ্য। তবে জেনে রাখবেন বর্ষা কালে কিন্তু অভয়ারণ্য পুরোপুরি বন্ধ থাকে। তাছাড়া সালুগাড় আশ্রম, বেঙ্গল সাফারি পার্ক, দার্জিলিং হিমালয় রেলওয়ে, ইস্কন ঘুরে দেখতে পারবেন।
শিলিগুড়ি ভ্রমন করতে আপনার সপ্তাহ খানেকের মতো সময় লাগবে। মোট ৭০০০ টাকা মতো খরচ হবে মাথা পিছু। ফেরার টিকিট আগে থেকেই বুক করে রাখবেন। তবে ফেরার পথে শিলিগুড়ি বাজার থেকে জগৎ বিখ্যাত ‘দার্জিলিং চা’ আনতে ভুলবেন না যেন। মনের মানুষের সাথের কয়েকটা দিন কাটাতে খারাপ লাগবে না এই শৈল শহরে।