আর নয় একঘেয়ে দীঘা পুরী! চটপট ঘুরে আসুন পাহাড়, জঙ্গল ও নদীতে ঘেরা এই জায়গা থেকে

বছরের প্রথম মাস কার্যত শেষ হয়ে গেছে। তবে শীতের আমেজ পড়ন্ত হলেও মনের মানুষের সাথে ঘোরার চাহিদা কমার নয়। যে কারণে কম টাকায় অজানা ও দুর্দান্ত জায়গা ঘুরতে যেতে চায় সকলে। দিঘা-মন্দারমণিতে এই সময়ে যাওয়া মানে ভিড়ের মুখে পড়তেই হবে। তাই ভিড় ছেড়ে এবার একান্তে সময় কাটানোর জন্য আপনাদের গন্তব্য হোক নিরিবিলি এই পাহাড়ের উপরের ছোট জায়গাটি।
এই জায়গাটির নাম কালিংপং জেলার ‘ঋষিখোলা’। প্লেনে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দর গিয়ে সেখান থেকে গাড়ি করে খুব সহজেই আপনি পৌঁছতে পারবেন ঋষিখোলার। আবার ট্রেনে করে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে ঋষিখোলাতে চলে যেতে পারবেন। সেখানে পৌঁছেই প্রচুর হোমস্টে, রিসোর্ট পেয়ে যাবেন যার মধ্যে আপনি অনলাইনে আগে থেকেই বুকিং করে রাখতে পারবেন।
ঋষি নদীর ধারে একটু বেশি টাকা দিয়ে হোটেল নিতে পারেন। রাত্রিবেলা নদীর জলের প্রকান্ড আওয়াজ আপনার মনকে কিন্তু এক অন্য ধরণের শান্তি দেবে। ট্রেকিং করতে যারা ভালোবাসেন তাঁরা অবশ্যই এখানে ট্রেকিং করতে পারেন। পাহাড়ের জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করতে মন্দ লাগবে না। ঋষিখোলা থেকে ঘুরতে যেতে পারেন পেদং।
সিলারিগাঁও, ইচ্ছেগাঁও, পূর্ব সিকিমের লামপোখরি, কাঞ্চনজঙ্ঘা, বুদ্ধ মনাস্ট্রি এসব জায়গা গুলি আপনি ঘুরে নিতে পারবেন। সব মিলিয়ে আপনার মাথা পিছু খরচ হবে ৪০০০-৫০০০ টাকা মতো। মনের মানুষের সাথে নিরিবিলি ও একান্তে সময় কাটাতে চাইলে আপনার জন্য সস্তায় কয়েকটা দিন কাটানোর আদর্শ জায়গা হলো এই ঋষি খোলা।