Offbeat

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

Advertisement
Advertisements

গরমে ঘুরতে যাওয়ার কথা মাথায় আসলে তো শুধুমাত্র ঠান্ডা জায়গাতে যেতেই মন চায়। তবে যারা এডভেঞ্চার ভালোবাসেন তাদের কাছে ঠান্ডা বা গরম দুটোই সমান। যেমন গরমে কাশ্মীর যেতে পারেন তেমনই আবার রাজস্থান যেতেও তাদের কোনো সংশয় নেই। যাবেন নাকি রাজস্থানের বিখ্যাত রণথম্বোর ন্যাশানাল পার্কে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

যেতে কিন্তু বেশি কষ্ট করতে হবে না আপনাকে। বিমান কিংবা ট্রেন দুটি ভাবেই যেতে পারবেন। ট্রেনে কলকাতা থেকে জয়পুর যাবেন। বিভিন্ন ট্রেন আছে তা আপনারা নিজেদের মতো বুকিং করে নিতে পারেন। সেখান থেকেই রাজস্থানের লোকাল ট্রেনে চেপে যেতে হবে রোনোথম্বরে। ট্রেনে জয়পুর থেকে রোনোথম্বর যেতে ঘন্টা তিনেকের মতো সময় লাগবে। আপনি চাইলে সেখান থেকে গাড়ি বুক করেও যেতে পারেন। হোটেল আগে থেকে বুক করে রাখলে খানিকটা নিশ্চিন্ত থাকা যায়।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

প্রতি বছর অক্টোবরের মাঝামাঝি সময় থেকে খোলা হয় এই পার্ক আর তা চলতে থাকে মার্চের শেষ পর্যন্ত। তাই সেই সময়টাতেই সব থেকে ভালো ঘুরতে পারবেন আপনি। এই সময় তাপমাত্রা ১০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। অন্যদিকে শীতের সময় বন্যপ্রাণীরাও দিনের বেলায় সূর্যের আলোয় গা ভাসাতে ভালবাসে। এই বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে ফ্ল্যামিঙ্গো, ফ্লাইক্যাচার, ওয়াটারফাউল, সারস ক্রেন, গ্রে হর্নবিল, কর্মোরান্ট, সর্পেন্ট ঈগল এবং নাইটজারের মতো সুন্দর সুন্দর প্রজাতির পাখির দেখা মেলে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

জঙ্গল সাফারির সময় রয়্যাল বেঙ্গল টাইগার কিংবা চিতাবাঘ অনায়েসেই দেখতে পাবেন। এছাড়া নীলগাই, বুনো শুয়োর, সাম্বার, রুফাস লেজযুক্ত খরগোশ, টোডি ক্যাটস, স্লথ বিয়ার, কুমির প্রভৃতির ভিন্ন প্রাণীদের দেখা পাওয়া যাবে। বনের চারপাশ পর্বত দ্বারা আবৃত তাই পরিবেশ যে কতটা সুন্দর তা বলার অপেক্ষা রাখে না। রণথাম্বোর জাতীয় উদ্যানের মধ্যে একটি বটগাছ আছে যা ভারতের দ্বিতীয় বৃহত্তম বটগাছ হিসাবে পরিচিত। সবশেষে বলে রাখা ভালো রাজস্থান কিন্তু বেশ দামি। তাই সেখানে ঘুরতে গেলে বেশ খানিক বেশি বাজেটের দরকার হবেই।