Tour : আর নয় একঘেয়ে দীঘা-পুরী! প্রিয়জনের সাথে ছুটিতে অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে

Tour : ভারতে রাজস্থান রাজ্যে অবস্থিত রনকপুর জৈন মন্দিরের (Ranakpur Jain Temple) নাম শুনেছেন নিশ্চয়ই। বিশেষত জৈন (Jain) মানুষ ও সেই বিষয়ে পাঠরত ছাত্র ছাত্রীরাই সেখানে বিশেষভাবে যান। এই গরমেও হাজার হাজার মানুষ রাজস্থান যেতে পিছপা হন না। ভ্রমণ (Tour) পিপাসুদের কাছে সবথেকে আকর্ষণের স্থান গোলাপি শহর জয়পুরের রনকপুর জৈন মন্দির।
Tour Planning For Ranakpur Jain Temple
কিভাবে যাবেন – বিমানে (Plane) কলকাতা থেকে রাজস্থান যাবেন সেখান থেকে গাড়ি করে আপনাকে রনকপুরের উদ্দেশ্যে যেতে হবে। আবার হাওড়া (Howrah) থেকে রাজস্থান গিয়ে সেখান থেকেও গাড়ি করে রনকপুর পৌঁছানো যায়। সড়কপথেও গাড়ি নিয়ে রণকপুর পৌঁছানোর ব্যবস্থা আছে।
মন্দিরের ইতিহাস – রণকপুরে অবস্থিত এই মন্দির রুনক্পুরের রাজা রানা কুম্ভের নামে রণকপুর এবং মন্দিরের (Temple) নামকরণ করা হয়। ১৫তম শতাব্দীতে একজন স্থানীয় জৈন ব্যবসায়ী ধর্না শাহ স্বপ্নাদেশ পেয়ে মন্দির নির্মাণ শুরু করেন।
কি কি দেখবেন – ৩৭২০ বর্গ মিটার জায়গা নিয়ে হালকা রঙের মার্বেল দিয়ে এই মন্দির নির্মাণ করা হয়েছে। নিখুঁত কাজ করার ফলে কয়েকশো বছর কেটে গেলেও এখনও এক ফোঁটা সৌন্দর্যে ঘাটতি পরেনি। মন্দিরের মধ্যে সমগ্র জায়গা জুড়ে আছে ১৪৪৪ টি মার্বেল স্তম্ভ। যার প্রত্যেকটি আলাদা আলাদা কারু শিল্পে ফুটিয়ে তোলা হয়েছে। এখনও কিন্তু রোদ, ঝড়, বৃষ্টিতে এই মন্দিরের কোনো ক্ষতি হয়নি। পুনঃনির্মাণ বেশ কয়েকবার হলেও বড়োসড় কোনো পরিবর্তন করা হয়নি।
কোথায় থাকবেন – রাজস্থানে থাকার কোনো অভাব নেই। তবে রনকপুরে থাকার তেমন কোনো জায়গা নেই। আপনি চাইলে এক দিনে সেখানে গিয়ে ঘুরে চলে আসতে পারেন। জয়পুর (Jaipur) থেকে রণকপুর অনেকটাই দূরে কিন্তু আপনি যদি উদয়পুরে (Udaypur) থাকেন তাহলে সহজেই এই মন্দির দর্শন করতে পারবেন। সিজনে একটু দাম বেশি থাকে কিন্তু অফ সিজনে ভালো হোটেল পেয়ে যাবেন অনেক সস্তায়। সবশেষে জানিয়ে রাখি রাজস্থান কিন্তু বেশ খরচ সাপেক্ষ একটি রাজ্য। ভারতের অন্য রাজ্যের তুলনায় এখানে বেশ খানিকটা বেশি টাকা দরকার হয়।