Offbeat

অনেক হল একঘেয়ে দীঘা-পুরী! এবার ঘুরে আসুন কাছের এই দুর্দান্ত জায়গা থেকে, একবার গেলেই পড়ে যাবেন প্রেমে

Advertisement
Advertisements

গরমের সময়ে পাহাড়ে ঘুরতে যাবেন না সেটা কি হয়! গরম আর পাহাড় যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বাজেট ও সময়ের বিবেচনা করলে দার্জিলিং সবথেকে সুখের ভ্রমণ স্থান বলা যায়। তবে আজ কিন্তু আপনাদের দার্জিলিং, কালিম্পঙ, সিকিম এসব জায়গার কথা বলবো না। বরং হাজার হাজার মানুষের একটি অজানা জায়গার কথা বলবো আর তা হলো পানবুদারা (Panbudara)। উত্তর বঙ্গের এই অফবিট (Offbeat) ডেস্টিনেশন হাতে গোনা মানুষই জানেন।

অনেক হল একঘেয়ে দীঘা-পুরী! এবার ঘুরে আসুন কাছের এই দুর্দান্ত জায়গা থেকে, একবার গেলেই পড়ে যাবেন প্রেমে

কিভাবে যাবেন – কলকাতা থেকে ট্রেনে (Train) শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি চলে যাবেন। শিলিগুড়ি থেকে রম্ভিবাজার হয়ে পানবুতে আসা যায়। দূরত্ব প্রায় ৭৩ কিমি। আবার কালীঝোরা হয়ে পানবু যেতে পারেন কিন্তু তার জন্য বিশেষ অনুমতি ও শারীরিক কষ্ট লাগে।

কোথায় থাকবেন – পানবুদারাতে অনেক গুলি ছোট হোমস্টে (Home Stay) ও রিসর্ট (Resort) আছে। সেখানে চাইলে আপনি অনায়েসে থাকতে পারবেন। ১০০০-২০০০ টাকার মধ্যে থাকা ও খাওয়া সমেত মাথাপিছু পেয়ে যাবেন।

অনেক হল একঘেয়ে দীঘা-পুরী! এবার ঘুরে আসুন কাছের এই দুর্দান্ত জায়গা থেকে, একবার গেলেই পড়ে যাবেন প্রেমে

কি কি দেখবেন – ৫৫০০ ফুট উচ্চতায় পানবুদারা বিশেষ করে ভিউপয়েন্ট (Viewpoint) -এর জন্য বিখ্যাত। ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার এই জায়গা থেকে। কাঞ্চনজঙ্ঘার যে রূপ দেখা যায় পানবু থেকে সেটা অন্য কোনো জায়গায় দেখা সম্ভব নয়। দার্জিলিং বা গ্যাংটক থেকে ফেরার পথে অনেকে একবার পানবুতে ঘুরে যান। রাতের বেলা নিচে শিলিগুড়ি শহরকে আপনি চাক্ষুস করতে পারবেন।

সেভকের রেল ব্রিজ আর ঐতিহ্যশালী করোনেশন ব্রিজ আপনি পানবুদারা থেকে দেখতে পারবেন। পানবুদারার কাছেই রয়েছে সামথারা। এখান থেকে চারখোল, সিঞ্জিদারা, ঝান্ডিদারা, ডেলো, দুরপিন ঘুরে আসতে পারেন। পানবুদারার আশেপাশের সব কটি জায়গাই খুবই সুন্দর। সাড়া বছরই এখানের পরিবেশে কিন্তু শীত মেখে থাকে।

অনেক হল একঘেয়ে দীঘা-পুরী! এবার ঘুরে আসুন কাছের এই দুর্দান্ত জায়গা থেকে, একবার গেলেই পড়ে যাবেন প্রেমে