×
Offbeat

আর নয় একঘেয়ে দীঘা-পুরী, ২ দিনের ছুটিতে অবশ্যই ঘুরে আসুন কাছের এই সমুদ্র সৈকতে

মাত্র দিন দুয়েকের ছুটি পেয়েছেন এই নতুন বছরে পরিবারের সাথে সময় কাটানোর জন্য? নতুন জায়গায় ঘুরতে যাবেন ভেবে অনেক তো গুগুল সার্চ করলেন। তবে ফলাফল সেই দীঘা কিংবা পুরী। সমুদ্র মানেই কিন্তু এখন এই দুটো স্থান নয়। কলকাতা থেকে কিছু কিমি দূরেই এখন গড়ে উঠেছে দুর্দান্ত পর্যটন কেন্দ্র। বন্ধুদের সাথে পিকনিক হোক কিংবা আপনার পার্টনারের সাথে নিরিবিলিতে ঘুরতে যাওয়া এসবের জন্য অনায়েসেই আপনি যেতে পারেন উড়িষ্যার বালাসরে অবস্থিত বাগদা সি-বিচ (Bagda sea beach)।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী, ২ দিনের ছুটিতে অবশ্যই ঘুরে আসুন কাছের এই সমুদ্র সৈকতে -

হাওড়া কিংবা সাঁতরাগাছি স্টেশন থেকে নির্দিষ্ট ট্রেন ধরে উড়িষ্যার বালসরে চলে আসুন। সেখান থেকেই অটো কিংবা অন্য যানবাহন ভাড়া করে বেরিয়ে পরুন বাগদা বিচের উদ্দেশ্য। এই জায়গা পর্যটনের খাতায় নাম লিখিয়েছে কিছু দিন হবে। কিন্তু ভ্রমণ প্রেমীরা ইতি মধ্যেই নিজেদের মূল্যবান সময় এখানে কাটিয়ে যাচ্ছেন একান্তে। যারা নিরিবিলি জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন তারা অতি অবশ্যই এই বিচে ঘুরতে যাবেন।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী, ২ দিনের ছুটিতে অবশ্যই ঘুরে আসুন কাছের এই সমুদ্র সৈকতে -

ঝাউ বনের মধ্যেই আপনাকে নিজের টেন্ট তৈরী করে কাটাতে হবে রাত। খাবারের জন্য নির্দিষ্ট হোটেল আছে। লাল কাঁকড়া ও অন্য মাছ আপনি সেখান থেকে কিনে খেতে পারেন। লোক কম হবার জন্য যেন সমুদ্রের ঢেউ শুধু আপনাকেই হাত ছানি দিয়ে ডাকবে একটা সুন্দর স্নানের অনুভূতির জন্য। সন্ধ্যা হলে চাঁদের আলো যখন ঢেউয়ের উপরে পড়বে তখন চোখ সরানো দায় হবে আপনার।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী, ২ দিনের ছুটিতে অবশ্যই ঘুরে আসুন কাছের এই সমুদ্র সৈকতে -

বোটে করে আপনি সমুদ্রের মধ্যে দিয়েই ঘুরে আসতে পারেন। একঘেয়েমি ও দুদিনের ছুটি কাটাতে আপনাকে যেতেই হবে বাগদা বিচে। এখন বছর শেষের সুন্দর এই ছুটি কাটানোর সম্পূর্ণ প্ল্যান আজই করে ফেলুন। কে জানে আপনি ভাবার আগে হয়তো আপনার পার্টনার পড়ে নিয়েছে আমাদের প্রতিবেদন।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী, ২ দিনের ছুটিতে অবশ্যই ঘুরে আসুন কাছের এই সমুদ্র সৈকতে -