×
Offbeat

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে

ভ্রমণ পিপাসুরা সর্বদা ঘুরতে যাওয়ার সুযোগ খোঁজেন। এখনও বেশ শীতের আমেজ আছে চারপাশে। সেই কারণেই প্রচুর মানুষ এখনও ঘুরতে যাচ্ছেন। আপনিও যাবেন নাকি বিহারের শিমুলতলা। দুর্দান্ত এই জায়গায় গিয়ে মনের মানুষের সাথে যদি কয়েকটি দিন কাটাতে চান তাহলে কিন্তু মন্দ হয় না। হাওড়া স্টেশন থেকে প্রতিদিন রাতে ট্রেন ছাড়ে। সেই ট্রেনে আপনি সরাসরি শিমুলতলা পৌঁছে যেতে পারবেন।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে -

আবার হাওড়া থেকে দিল্লিগামী বহু ট্রেন রয়েছে। সেই ট্রেনে করে জসিডি জংশন পৌঁছাবেন। আর সেখান থেকে আবার লোকাল মেমু ট্রেন ধরে শিমুলতলা নামতে হবে। পাঁচতারা হোটেল ও বাংলো বাড়ি রয়েছে আপনার যেখানে খুশি রাত কাটাতে পারেন। সবুজ প্রকৃতির মাঝে এমন একটি জায়গায় গিয়ে শ্বাস নিলে আর হয়তো ফিরতে ইচ্ছা করবেন না আপনার।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে -

লাট্টু পাহাড়, রাজবাড়ি, হলদি ঝর্ণা, ধারারা ফলস দেখতে পারবেন। প্রতিটা জায়গাই একে ওপরের থেকে বেশি দূরে নয় তাই অটো কিংবা একটা গাড়ি ভাড়া করেও দেখতে পারেন। হলদি ঝর্ণার নিচে দাঁড়িয়ে ভিজিয়ে নিতে পারবেন আপনার শরীর। তবে মনে রাখবেন শিমুলতলায় কিন্তু বেশ ঠান্ডা। শিমুলতলা থেকে আপনি ঝাঁ ঝাঁ স্টেশনে ঘুরে আসতে পারবেন।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে -

সেখানে মানুষ যায় প্রকৃতির সাথে কথা বলতে। যারা সিনেমা ভালোবাসেন তারা অনেকেই জানেন ‘দাদার কীর্তি’ সিনেমার শুটিং হয়েছিল এই স্থানে। সব মিলিয়ে হাতে যদি আপনাদের দিন কয়েকর ছুটি থাকে তাহলে বেরিয়ে আসুন বিহারের শিমুলতলার উদ্দেশ্যে। নতুন জায়গায় ঘোরার অভিজ্ঞতা তো থাকবেই সাথে থাকবে আপনজনের সাথে একান্ত মুহূর্ত কাটানোর মিষ্টি সময়।